বাঁধতে পারে যুদ্ধ! ট্রাম্পের হুঁশিয়ারিতে আশঙ্কিত চিন

যে কোনও মুহূর্তে উত্তর কোরিয়া ওপর নেমে আসতে পারে আমেরিকার সামরিক আঘাত। আশঙ্কায় ভুগছে চিন। তাদের বক্তব্য, উত্তর কোরিয়া নিয়ে যে কোনও দিন বাধতে পারে গোল।

Updated By: Apr 14, 2017, 06:23 PM IST
বাঁধতে পারে যুদ্ধ! ট্রাম্পের হুঁশিয়ারিতে আশঙ্কিত চিন

ওয়েব ডেস্ক : যে কোনও মুহূর্তে উত্তর কোরিয়া ওপর নেমে আসতে পারে আমেরিকার সামরিক আঘাত। আশঙ্কায় ভুগছে চিন। তাদের বক্তব্য, উত্তর কোরিয়া নিয়ে যে কোনও দিন বাধতে পারে গোল।

আরও পড়ুন- মাদার অফ অল বম্বস নিয়ে আফগানিস্তানে হামলা মার্কিন বাহিনীর

সম্প্রতি খবরে প্রকাশ, উত্তর কোরিয়া নতুন করে পরমাণু বোমা পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই খবর সামনে আসার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন, ''উত্তর কোরিয়ার এই সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করা হবে।''

এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, ''যদি আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে কোনও ভাবে যুদ্ধ বাধে তবে, তা মানুষেরই ক্ষতি। সেই সঙ্গে তার প্রভাব পড়বে পড়শি দেশগুলির ওপরও।'' আরও বলেন, ''কথার মাধ্যেমে দুই দেশের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা উচিত।''

.