গুজবে বোমাতঙ্ক হাভার্ড বিশ্ববিদ্যালয়ে, বাতিল হল ফাইনাল পরীক্ষা, তল্লাসিতে নেমে মিলল ডায়েরি, পেন, সিডি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নাকি বোম রাখা আছে। যে কোনও সময় তা ফাটবে। এমন খবরের পর তাড়াতাড়ি খালি করে দেওয়া হল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ বাতিল হল ফাইনাল পরীক্ষা।

Updated By: Dec 16, 2013, 10:35 PM IST

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নাকি বোম রাখা আছে। যে কোনও সময় তা ফাটবে। এমন খবরের পর তাড়াতাড়ি খালি করে দেওয়া হল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ বাতিল হল ফাইনাল পরীক্ষা।

কিন্তু অনেক তল্লাসির পরেও বিস্ফোরক মেলেনি। আজ স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ হাভার্ড বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগের কাছে একটি অসমর্থিত সূত্র থেকে খবর আসে বিশ্ববিদ্যালয়ের চারটি ভবনের কোথাও বিস্ফোরক রাখা থাকতে পারে৷

এরপর পুলিস পুরো বিশ্ববিদ্যালয় ঘিরে ফেলে। শুরু হয় বোমা খোঁজার কাজ। গেটের বাইরে সবাই অপেক্ষা করতে থাকেন আদেও বোমা রাখে আছে কিনা। বিশ্ববিদ্যালয়ের জুড়ে ফাইনাল পরীক্ষা চলছে৷ তাই পরীক্ষার টেনশন ছিলই, সেটাই বলতে গেল বোমাতঙ্কে।

.