Exoplanet Survey: খোঁজ মিলল ৫০০০টি এলিয়েন পৃথিবীর! আছে আরও, মত বিজ্ঞানীর

আগামী দিনে এরকম আরও অনেক 'টেস্ট অবজেক্টস অফ ইন্টারেস্ট'-এর খোঁজ মিলবে।  

Updated By: Jan 28, 2022, 02:23 PM IST
Exoplanet Survey: খোঁজ মিলল ৫০০০টি এলিয়েন পৃথিবীর! আছে আরও, মত বিজ্ঞানীর

নিজস্ব প্রতিবেদন: মহাকাশ, মহাজাগতিক ব্য়াপার-স্যাপার নিয়ে কৌতূহলের অন্ত নেই, জানার চেষ্টারও শেষ নেই মানুষের। নানা সময়ে নানা কিছু তাই সামনে আসে আমাদের। ইদানীং যেমন, এক বিরল জিনিস জানা গেল! উত্তর মিলল 'এই ব্রহ্মাণ্ডে এলিয়েনের কতগুলি ভিন্ন ভিন্ন পৃথিবী আছে?' এই প্রশ্নের। 

না, সে কথা বলা কঠিন। শুধু কঠিনই নয়, সে কথা বলা অসম্ভবও। তবে সেই অসম্ভব প্রশ্নেরই জবাব পেয়ে গিয়েছে আমেরিকার স্পেস এজেন্সি নাসা। জানা গিয়েছে, আমাদের ব্রহ্মাণ্ডে কম করে অন্তত পাঁচ হাজার 'এলিয়েনের পৃথিবী' আছে। এই কাজে নাসাকে সাহায্য করেছে 'ট্রানজিটিং এক্সোপ্লানেট সার্ভে স্যাটেলাইট' (TESS)।

এলিয়েনের পৃথিবী বা গ্রহের যে খোঁজ মিলেছে, তা রয়েছে আমাদের সৌরমণ্ডল অথবা আকাশগঙ্গার বাইরে। ৫ হাজার এলিয়েনের পৃথিবীকে খুঁজে পাওয়ার গিয়েছে বলে বলা হচ্ছে, তবে আপাতত তাদের নাম দেওয়া হয়েছে টিওআই (TOI) বা 'টেস্ট অবজেক্টস অফ ইনটারেস্ট'। এগুলি থেকে কোনও-না-কোনওভাবে সিগনাল পাওয়া যাচ্ছে।

'ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি'র মিশেল কুনিমতো এ বিষয়টি নিয়ে কিছু মন্তব্য করেছেন। ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি'র আওতায় 'ফেন্ট স্টার সার্চ' নামের এটি প্রকল্প ছিল। সেই প্রকল্পের অধীনে নানা রিসার্চ হয়েছে। মিশেল কুনিমতো বলেছেন, আমরা আগামী দিনে এরকম আরও অনেক 'টেস্ট অবজেক্টস অফ ইনটারেস্ট'-এর খোঁজ পাব। 

এমআইটি'র-ই একটি বয়ানে বলা হয়েছে, গত বছর ২৭ জানুয়ারি পর্যন্ত TESS-এর অধীনে ২৪০০ টিওআই'য়ের খোঁজ মিলেছে। যখন TESS লঞ্চ হয়, তখন থেকে এপ্রিল ২০১৮ পর্যন্ত ১৭৬ টি TOI পাওয়া গিয়েছিল। কিন্তু এ বিষয়ে তথ্য জমা করা এবং সেগুলিকে সরাসরি গ্রহের তকমা দেওয়া কঠিন কাজ হয়ে দাঁড়ায়। 'টেস' -এর আগে কেপলার স্পেস টেলিস্কোপ ২৭৮০ এক্সোপ্লানেটের খোঁজ পেয়েছিল। তবে এ নিয়ে এখনও পর্যন্ত পরিষ্কার কোনও তথ্য মেলেনি। অর্থাৎ, এখনও পর্যন্ত ওই সব বস্তুগুলিকে গ্রহের পদমর্যাদা দেওয়া সম্ভব হয়নি। তবে রিসার্চ চলবে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: William Butler Yeats: হে পথিক, চলে যাওয়ার আগে জীবন ও মৃত্যুর দিকে ঠান্ডা চোখে তাকাও একবার!

.