'অবাধ্য' যাত্রীকে চাঁদা তুলে মার, ধুন্ধুমার ব্যাংকক-কলকাতা ফ্লাইটে

বিমানের টেক-অফের আগে যাত্রীদেরকে তাদের আসনের ব্যাকরেস্টটি সোজা করতে বলে ক্রুরা। এটি একটি স্ট্যান্ডার্ড নিরাপত্তা পদ্ধতি যা বিমানের অভ্যন্তরে অনুসরণ করা হয়। রিপোর্টে বলা হয়েছে একজন যাত্রী নিজের পিঠে ব্যাথা আছে বলে তার আসন সোজা করতে অস্বীকার করেন।

Updated By: Dec 29, 2022, 02:50 PM IST
'অবাধ্য' যাত্রীকে চাঁদা তুলে মার, ধুন্ধুমার ব্যাংকক-কলকাতা ফ্লাইটে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাঙ্কক থেকে ভারতে আসা একটি বিমানে ফের হিংসার ঘটনা ঘটেছে। এই বিমানে একজন ব্যক্তি আক্রমণ করেন বিমানকর্মীদের। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে ওই যাত্রী কেবিন ক্রুর নিরাপত্তা নির্দেশ অনুসরণ করতে অস্বীকার করার পরেই শুরু হয় এই সমস্যা। এই কথাই জানানো হয়েছে এয়ারলাইন্সের তরফে।

থাই স্মাইল এয়ারওয়েজ জানিয়েছে যে ২৬ ডিসেম্বর থাইল্যান্ড থেকে কলকাতাগামী ফ্লাইটটি ওড়ার আগেই এই ঘটনাটি ঘটেছিল।

বিমানের টেক-অফের আগে যাত্রীদেরকে তাদের আসনের ব্যাকরেস্টটি সোজা করতে বলে ক্রুরা। এটি একটি স্ট্যান্ডার্ড নিরাপত্তা পদ্ধতি যা বিমানের অভ্যন্তরে অনুসরণ করা হয়। রিপোর্টে বলা হয়েছে একজন যাত্রী নিজের পিঠে ব্যাথা আছে বলে তার আসন সোজা করতে অস্বীকার করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রুরা বারবার ওই যাত্রীকে অনুরোধ করেন এবং তাকে টেক-অফ এবং অবতরণের সময় আসন সোজা রাখার পিছনে যুক্তিও ব্যাখ্যা করেন। তাকে জানানো হয় যে জরুরী পরিস্থিতিতে, একটি হেলান দেওয়া আসন মানুষের চলাচল কঠিন করে তুলতে পারে। এছাড়াও, একটি বাঁকানো আসন আসন জরুরি অবতরণের জন্য সুপারিশ করা ব্রেসিং পজিশনে পৌঁছতে অসুবিধা সৃষ্টি করতে পারে।

বারবার অনুরোধ করা সত্ত্বেও, ওই যাত্রী তা মানেননি এবং তার সিট বেঁকিয়ে বসে থাকেন। নিয়ম না মানলে ক্রুরা ক্যাপ্টেনকে জানাতে বাধ্য হবেন বলেও তাকে বলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ওই যাত্রী ক্রুকে বলেন যে তাঁরা মনে করলে ক্যাপ্টেনকে বলতে পারেন কিন্তু তারপরেও তিনি তার আসন সোজা করবেন না। এরপরেই, অন্যান্য যাত্রীরা ওই যাত্রীদের সম্পর্কে অভিযোগ করতে শুরু করেন। তাদের মধ্যে একজন যাত্রী তাঁর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন যা দ্রুত মারপিটে পরিণত হয়।

আরও পড়ুন: Google Layoff: নতুন বছরের মুখেই ১০ হাজার কর্মী ছাঁটাই করবে টেক জায়ান্ট এই গ্লোবাল কোম্পানিটি...

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে বিমানের অন্য বেশ কয়েকজন যাত্রী ওই নির্দিষ্ট যাত্রীকে একসঙ্গে মিলে মারধর করছেন। ওই যাত্রী পাল্টা আঘাত করেন নি এবং ফ্লাইটের ক্রু এবং অন্যরা এই আক্রমণ থামানোর চেষ্টা করার পাশাপাশি নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতে দেখা যায়।

আরও পড়ুন: Arizona: ওঁরা হাঁটছিলেন বরফের উপর দিয়ে, হঠাৎই বরফ ভেঙে তলিয়ে গেলেন নীচের ঠান্ডা হ্রদের গভীরে...

এয়ারলাইন্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপ্টেনকে ঘটনার কথা জানানোর পর টেক-অফ হতে দেরি হয়েছে। হিংসা বন্ধ হওয়ার পরে ক্রু নিশ্চিত করে যে ঘটনায় জড়িত যাত্রীরা তাদের আসনে ফিরে গিয়েছেন। এরপরে বিমানটি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।

এয়ারলাইন্স তাদের প্রতিবেদনে বলেছে যে এই ঘটনায় কোনও যাত্রী গুরুতরভাবে আহত হননি। তারা আরও জানিয়েছে যে ঘটনায় জড়িত যাত্রীদের কাউকেই ফ্লাইটে অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করা হয়নি। যাত্রার বাকি সময় আর কোনও সমস্যা হয়নি বলেও রিপোর্টে বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দুই যাত্রীকে এই ঘটনার ভিডিও করতে দেখা গিয়েছে, তাদেরকে এই ভিডিও মুছে ফেলার জন্য অনুরোধ করা হয়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

.