নিউইয়র্কে বন্দুকবাজের হানা

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকবাজের হানা। আট নম্বর টার্মিনালে গুলির শব্দ পাওয়া যায়। এরপরেই টার্মিনাল ফাঁকা করে দেন নিরাপত্তাকর্মীরা। তড়িঘড়ি বিমানবন্দরে চত্ত্বরে ছুটে আসে পুলিস। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Updated By: Aug 15, 2016, 01:02 PM IST
নিউইয়র্কে বন্দুকবাজের হানা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকবাজের হানা। আট নম্বর টার্মিনালে গুলির শব্দ পাওয়া যায়। এরপরেই টার্মিনাল ফাঁকা করে দেন নিরাপত্তাকর্মীরা। তড়িঘড়ি বিমানবন্দরে চত্ত্বরে ছুটে আসে পুলিস। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন- আমেরিকায় কবে কখন হেনস্থার শিকার আবদুল কালাম থেকে আমির খান

এই আক্রমণের ঠিক কী লক্ষ্য ছিল সেবিষয়ে পরিষ্কারভাবে এখনও কিছু জানা যায়নি। কারা এই আক্রমণ হানল তা নিয়েও যথেষ্ট সন্দিহান মার্কিন নিরাপত্তা বাহিনী। বিশ্ব জোড়া সন্ত্রাসবাদী হামলার আবহে এবং বিশেষত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় বিশেষত উদ্বিঘ্ন সেখানকার গোয়েন্দা বিভাগ।  জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের মতো ব্যাস্ত এলাকায় এই হামলা হওয়ায় বড় রকমের ক্ষতির সম্ভবনা ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- পাকিস্তানের 'আজাদি এক্সপ্রেস' ট্রেনে 'শহীদের স্বীকৃতি' পেল বুরহান ওয়ানি

.