ছাতা মাথায় গার্ড অফ অনার মার্কিন প্রেসিডেন্টকে

এই প্রথম লাওস সফরে কোনও মার্কিন প্রেসিডেন্ট। বিমানবন্দরে বারাক ওবামাকে স্বাগত জানান লাওসের প্রেসিডেন্ট। বৃষ্টিকে উপেক্ষা করেই গার্ড অফ অনার। ছাতা মাথায় অভিবাদন গ্রহণ। আগামী তিন বছর অতিরিক্ত ৯০০ কোটি ডলার অর্থ সাহায্যের ঘোষণা বারাক ওবামার।

Updated By: Sep 6, 2016, 03:59 PM IST
ছাতা মাথায় গার্ড অফ অনার মার্কিন প্রেসিডেন্টকে

ওয়েব ডেস্ক: এই প্রথম লাওস সফরে কোনও মার্কিন প্রেসিডেন্ট। বিমানবন্দরে বারাক ওবামাকে স্বাগত জানান লাওসের প্রেসিডেন্ট। বৃষ্টিকে উপেক্ষা করেই গার্ড অফ অনার। ছাতা মাথায় অভিবাদন গ্রহণ। আগামী তিন বছর অতিরিক্ত ৯০০ কোটি ডলার অর্থ সাহায্যের ঘোষণা বারাক ওবামার।

 

পুকুরে ভাসছে হাজার হাজার মরা মাছ। ঘটনাটি তামিলনাড়ু মাদুরাই শহরে। সুব্রমনিয়ম স্বামীর মন্দির সংলগ্ন পুকুরে মাছগুলি ভেসে ওঠছে। মন্দির কর্তৃপক্ষকে জানান ভক্তরা। স্থানীয়দের বাধা উপেক্ষা করেই গতবছর পুকুরের সব মাছ নিলাম করা হয়। সেকারণেই সম্ভবত পুকুরের জলে বিষ মেশানো হয়েছে। প্রাথমিক অনুমান প্রশাসনের।

 

 

খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়েছিল একদল হাতি। নদী পেরিয়ে লোকালয়ে ঢোকার মুখে বিপত্তি। প্রবল বর্ষণে হঠাত্‍ বেড়ে যায় কেওনঝরে বৈতরনি নদীর জল। আটকে পড়ে দাঁতালরা। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে বন দফতর। পাশাপাশি হাতিদের খাবারের ব্যবস্থা করেন বাসিন্দারা।

.