Buck Supermoon: বুধবার সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়েই অবাক হয়ে যাবেন...

আকাশে বিশাল বড় চাঁদ! চরাচর পূর্ণ করে জেগে থাকা এই জ্য়োৎস্নাময়ী রাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন।    

Updated By: Jul 12, 2022, 11:59 AM IST
Buck Supermoon: বুধবার সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়েই অবাক হয়ে যাবেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামিকাল বুধবারই চাঁদকে ফের নতুন রূপে দেখা যাবে। আর চাঁদকে সেই নতুন রূপে দেখে স্বভাবতই মুগ্ধ হবেন সকলে। 

বুধবার ১৩ জুলাই রাত ১২টা ৭ মিনিটে এহেন চাঁদ দেখা যাবে। দেখা যাবে অবশ্য এর পরেও। ২০২৩ সালের ৩ জুলাই আবার আকাশের কোলে শোভমান বিশাল চাঁদ দেখে মুগ্ধ হওয়ার দিন। এই মহাজাগতিক ঘটনার নাম 'স্ট্রবেরি মুন'। একে 'বাক মুন'ও বলে।

কেন এরকম হয়?

এদিন চাঁদ পৃথিবীর কক্ষপথের সব চেয়ে কাছের বিন্দুতে এসে উপনীত হয়। এটাকে বলে 'ক্লোজেস্ট পয়েন্ট টু আর্থ'। যেটিকে মহাকাশবিদ্যার ভাষায় বলে 'পেরিজি'। এদিন পৃথিবী ও চাঁদের দূরত্ব ২৬ হাজার কিলোমিটারে এসে দাঁড়ায়। 

এদিন কেমন দেখতে লাগে চাঁদকে?

সব চেয়ে বিশেষত্বপূর্ণ ব্যাপার হল-- এদিন পূর্ণিমার চাঁদের থেকেও বেশি বড় দেখায় চাঁদকে! প্রায় ১০ গুণ বড়। ফলে চাঁদের ঔজ্জ্বল্যও ১০ গুণ বেশি হয়। পরিষ্কার আকাশে চাঁদের এই সৌন্দর্য অপূর্ব লাগে। চরাচর পূর্ণ করে জেগে থাকা এই জ্য়োৎস্নাময়ী রাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Oldest Material Found on Earth: বিশ্বের ধুলোকণায় কী আশ্চর্য জিনিস মিশে রয়েছে, জানেন?

.