দ্রুত সেড়ে উঠছে মালালা

তালিবানি হামলায় গুরুতর জখম পাক কিশোরী মালালা উসুফজাইয়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ভেন্টিলেটরে থাকলেও, তার হাত ও পা সামান্য নড়াচড়া করছে। ফলে ওষুধের মাত্রাও কিছুটা কমানো হয়েছে। জানিয়েছেন আইএসপিআর-এর মহানির্দেশক মেজর আসিন বাজওয়া।

Updated By: Oct 14, 2012, 07:56 PM IST

তালিবানি হামলায় গুরুতর জখম পাক কিশোরী মালালা উসুফজাইয়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ভেন্টিলেটরে থাকলেও, তার হাত ও পা সামান্য নড়াচড়া করছে। ফলে ওষুধের মাত্রাও কিছুটা কমানো হয়েছে। জানিয়েছেন আইএসপিআর-এর মহানির্দেশক মেজর আসিন বাজওয়া।
তবে চিকিত্‍সার জন্য মালালাকে বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা, সেব্যাপারে কোনও মন্তব্য করেননি মেজর আসিন। ওই হামলায় আহত আরও দুই কিশোরীর অবস্থাও স্থিতিশীল বলেই জানিয়েছেন আইএসপিআর প্রধান। তাদেরও ভালো জায়গায় চিকিত্‍সা চলছে বলে জানিয়েছেন তিনি। মালালার দ্রুত আরোগ্য কামনায় শুধু পাকিস্তান নয়। ভারত এবং আফগানিস্তানেও চলছে প্রার্থনা।

তালিবানি ফতোয়া উপেক্ষা করে পড়াশোনা চালিয়ে যাওয়া ও শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়ার মাশুল দিতে হয় ১৪ বছরের এই কিশোরীকে। অক্টোবরের ৯তারিখ উত্তর-পশ্চিম পাকিস্তানের সোয়াত উপত্যকায়, জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয় মালালা। তারপর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে।

.