মোদীর থেকে মারাকানাকেই এগিয়ে রাখলেন মর্কেল

আজ ফিলিপ ল্যাম আর তাঁর সহখেলোয়াড়দের পারফ্যরমেন্সের উপর নির্ভর করছে নরেন্দ্র মোদীর ভাগ্য। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল প্রথম সাক্ষ্যাৎ সত্যিই বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করছে আজ বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানির হাইটেনশন সেমিফাইনালের ফলাফলের উপর। নেইমার হীন ব্রাজিলকে হারিয়ে আজ জার্মান বাহিনী ফাইনালে উঠলে আগামী ১৩ তারিখ মোদী-মর্কেল নৈশভোজ বাতিল হবে। জার্মান চ্যান্সেলর মারাকানায় উড়ে যাবেন দেশের বিশ্বজয়ের সাক্ষী থাকতে।

Updated By: Jul 8, 2014, 05:05 PM IST

আজ ফিলিপ ল্যাম আর তাঁর সহখেলোয়াড়দের পারফ্যরমেন্সের উপর নির্ভর করছে নরেন্দ্র মোদীর ভাগ্য। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল প্রথম সাক্ষ্যাৎ সত্যিই বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করছে আজ বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানির হাইটেনশন সেমিফাইনালের ফলাফলের উপর। নেইমার হীন ব্রাজিলকে হারিয়ে আজ জার্মান বাহিনী ফাইনালে উঠলে আগামী ১৩ তারিখ মোদী-মর্কেল নৈশভোজ বাতিল হবে। জার্মান চ্যান্সেলর মারাকানায় উড়ে যাবেন দেশের বিশ্বজয়ের সাক্ষী থাকতে।

আগামী ১৫জুলাই BRICS সামিটে অংশগ্রহণ করতে ব্রাজিল যাচ্ছেন মোদী। যাত্রাপথে মর্কেল ১৩ তারিখ মোদীকে জার্মানিতে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। যদিও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে মোদী কথা দিয়েছিলেন টোকিয়তে তিনি তাঁর প্রথম দিপার্শ্বিক সামিটের বৈঠক করবেন।

যদি মোদী-মর্কেলের বৈঠক হয় তবে ভারতের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কফুটের পরিবর্তে বার্লিনে নামবেন মোদী। কিন্তু যদি জার্মানি ফাইনালে পৌঁছয় তাহলে এই বৈঠক অবধারিত ভাবেই বাতিল হবে। নেইমার আর থিয়গো সিলভা বিহীন ব্রাজিলকে হারিয়ে ফাইনালে যাওয়ার সূবর্ণ সুযোগ জার্মানরা কি হাতছাড়া করতে চাইবেন?

.