রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে ISIS জঙ্গিদের ধ্বংসের ডাক ওবামার

রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে আইএস জঙ্গিদের ধ্বংস করার ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে শরিক হওয়ার অনুরোধ করলেন বিভিন্ন দেশকে। আইএসের সঙ্গে ওয়াশিংটন কোনও সমঝোতায় যাবে না বলে জানিয়েছেন ওবামা।

Updated By: Sep 24, 2014, 10:03 PM IST
রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে ISIS জঙ্গিদের ধ্বংসের ডাক ওবামার

ওয়েব ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে আইএস জঙ্গিদের ধ্বংস করার ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে শরিক হওয়ার অনুরোধ করলেন বিভিন্ন দেশকে। আইএসের সঙ্গে ওয়াশিংটন কোনও সমঝোতায় যাবে না বলে জানিয়েছেন ওবামা।

ইরাক ও সিরিয়ায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে বিমান হামলা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ভাষণে রাশিয়াকেও একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ছোট দেশগুলির ওপর বড় দেশের আগ্রাসনের প্রতিবাদ করেছেন তিনি। ইউক্রেনের মানুষের পাশে থাকার কথাও জানিয়েছেন ওবামা।

 

Tags:
.