পৃথিবী ছাড়িয়ে চাঁদের দিকে চলল যাত্রীবাহী বিমান...

Updated By: Aug 20, 2014, 01:14 PM IST
পৃথিবী ছাড়িয়ে চাঁদের দিকে চলল যাত্রীবাহী বিমান...

-------------------------------------------------------------------------------------------------------------------------

বছরের সেরা ছবি। হয়তো শতাব্দীরও। পৃথিবী ছাড়িয়ে চাঁদের দিকে যাত্রীবাহী বিমান যাত্রার এক ইলিউশনের এমনই কতকগুলি ছবি ক্যামেরাবন্দি করলেন ফরাসি ফটোগ্রাফার সেবাস্তিয়ান লেব্রিগ্যান্ড..প্যারিসে তার বাগানের সামনে থেকে এই  বোয়িং ড্রিমলাইনার বিমানটির ছবি তুলেছেন সেই ফোটোগ্রাফার। 20 বছর ধরে সেবাস্তিয়ান ছিলেন জ্যোতির্বিজ্ঞানী। তাঁর স্বপ্ন ছিল এমন একটা ছবি তুলবেন। এক উন্নত ক্যামেরা ও টেলিস্কোপের সাহায্যে তিন ঘণ্টার প্রচেষ্টায় এই ছবি তুলেছেন সেবাস্তিয়ান। ছবিটি দেখে মনে হচ্ছে এই বোয়িং বিমানটি চাঁদের উদ্দেশ্যে।

 

প্যারিসে তার বাগানের সামনে থেকে এই  বোয়িং ড্রিমলাইনার বিমানটির ছবি তুলেছেন সেই ফোটোগ্রাফার। সেবাস্তিয়ান ছিলেন জ্যোতির্বিজ্ঞানী। তাঁর স্বপ্ন ছিল এমন একটা ছবি তুলবেন। এক উন্নত ক্যামেরা ও টেলিস্কোপের সাহায্যে তিন ঘণ্টার প্রচেষ্টায় এই ছবি তুলেছেন সেবাস্তিয়ান। ছবিটি দেখে মনে হচ্ছে এই বোয়িং বিমানটি চাঁদের উদ্দেশ্যে।

 

 

20 বছর ধরে সেবাস্তিয়ান ছিলেন জ্যোতির্বিজ্ঞানী

 

Patience and luck: Lebrigand uses a Canon EOS 60D and a telescope to take the pictures

 

 

Rare conjunction: The photographer said he takes these pictures to change our vision of things and to take the rare moments

 

Playing with perception: Lebrigand uses a Canon EOS 60D and a telescope to take the pictures

.