পেশোয়ারে মসজিদে বিস্ফোরণ, গুলিতে হত ১৮, আহত ৬০, দায়স্বীকার তালিবানের

ফের জঙ্গি হানা পেশায়ারে। শিয়া মসজিদের সামনে বিস্ফোরণ, গুলিতে নিহত ১৮, আহত হয়েছেন অন্তত ৬০ জন। এখনও চলছে গুলির লড়াই। এ দিন মসজিদে প্রার্থনা চলার সময় প্রথমে আত্মঘাতী বিস্ফোরণ হয়। পরপর ৬-৭টি বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ চত্বর। সেইসময় অন্তত ১০০দ জন মানুষ মসজিদে উপস্থিত ছিলেন।

Updated By: Feb 13, 2015, 04:08 PM IST
পেশোয়ারে মসজিদে বিস্ফোরণ, গুলিতে হত ১৮, আহত ৬০, দায়স্বীকার তালিবানের

ওয়েব ডেস্ক: ফের জঙ্গি হানা পেশায়ারে। শিয়া মসজিদের সামনে বিস্ফোরণ, গুলিতে নিহত ১৮, আহত হয়েছেন অন্তত ৬০ জন। এখনও চলছে গুলির লড়াই। এ দিন মসজিদে প্রার্থনা চলার সময় প্রথমে আত্মঘাতী বিস্ফোরণ হয়। পরপর ৬-৭টি বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ চত্বর। সেইসময় অন্তত ১০০দ জন মানুষ মসজিদে উপস্থিত ছিলেন।

শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে পুলিস গুলি চালানোয় ও ব্যারিকেড করে আটকে দেওয়ায় কাতারে কাতারে মানুষ মন্দির থেকে বেরিয়ে আসছেন। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী শুক্রবারের নামাজ চলার সময় নিরাপত্তারক্ষীর পোশাকে ৫-৬ জন সশস্ত্র জঙ্গি মসজিদে ঢুকে পড়ে গ্রেনেড হামলা চালায়। এদের মধ্যেই একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পর বাকিরা বিক্ষিপ্ত গুলি চালাতে থাকে।

অপর এক প্রত্যক্ষদর্শী মহম্মদ রাজা এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "খুব জোরে একবার বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। তারপরই দেখলাম চোখের প্রচুর মানুষ জখম হয়েছেন।" পেশায়ারে গিয়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। মাত্র ২ সপ্তাহ আগে দক্ষিণ পাকিস্তানের এক মসজিদে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬১ জনের।

 

.