সৌদি হামলায় কমপক্ষে ৫০ হুথি জঙ্গির মৃত্যু ইয়েমেনে
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হুথি জঙ্গির মাথা সালেহ আল-সামাদের সমাধিস্থর দিনে এই হামালা চালায় সৌদি সেনা। গত সপ্তাহে সৌদি-হানায় মৃত্যু হয় আল-সামাদের
নিজস্ব প্রতিবেদন: ইয়েমেনে সৌদির জোরালো বিমান হানায় মৃত্যু হল কমপক্ষে ৫০ জন হুথি জঙ্গির। সৌদ আরবের এক টেলিভিশন চ্যানেলের দাবি অনুযায়ী, ইয়েমেনের রাজধানী সানায় বিমান হানা চালায় সৌদি আরব। এই হামলায় মৃত্যু হয়েছে ৫০ জন হুথি জঙ্গির। এর মধ্যে দুই জন উচ্চ পদস্থ অফিসারও রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- জীবন্ত অবস্থায় প্রাক্তন মডেলকে খেয়ে ফেলল পোকা
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হুথি জঙ্গির মাথা সালেহ আল-সামাদের সমাধিস্থর দিনে এই হামালা চালায় সৌদি সেনা। গত সপ্তাহে সৌদি-হানায় মৃত্যু হয় আল-সামাদের। ২০১৫ সাল থেকে ইয়েমেনেকে কেন্দ্র করে ইরান এবং সৌদির মধ্যে ধারাবাহিক হামলা চলছে। ইয়েমেনে সৌদি সেনার হামলায় প্রায় ১০ হাজার মানুষের প্রাণ গিয়েছে বলে অভিযোগ রাষ্ট্রসংঘের। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের এখন যা অবস্থা, তাতে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ।
আরও পড়ুন- মোদী শিলান্যাস করার আগে বিস্ফোরণ নেপালের জলবিদ্যুত্ প্রকল্পে