Black Moon: বিরল মহাজাগতিক ঘটনা 'ব্ল্যাক মুন'! কী এই 'কালো চাঁদ'?

নাসা বলছে, এই 'ব্ল্যাক মুন'ই এবারে সূর্যকে ঢাকবে।

Updated By: Apr 28, 2022, 02:04 PM IST
 Black Moon: বিরল মহাজাগতিক ঘটনা 'ব্ল্যাক মুন'! কী এই 'কালো চাঁদ'?

নিজস্ব প্রতিবেদন: এ বছরের প্রথম সূর্যগ্রহণ। বিশ্বের নানা প্রান্ত থেকে দেখা যাবে। এবারের প্রথম এই গ্রহণের সঙ্গে ঘটছে 'ব্ল্যাক মুন' ঘটনাটি। নাসা বলছে, এই 'ব্ল্যাক মুন'ই এবারে সূর্যকে ঢাকবে।   

কী এই ব্ল্যাক মুন? বাংলা করলে দাঁড়ায়, 'কালো চাঁদ'। বাঙালি সংস্কৃতি 'কালাচাঁদ' শব্দটির সঙ্গে পরিচিত, কিন্তু 'কালো চাঁদ'? 

'ব্ল্যাক মুন' খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। ২০২১ সালে এই ঘটনার মুখোমুখি আমরা হইনি। এর নানা ব্যাখ্যা মহাকাশবিদেরা দেন। কেউ একে বলেন, 'নিউ মুন', কেউ বলেন কোনও এক অ্যাস্ট্রোনমিক্যাল সিজনের 'থার্ড মুন', একই ক্যালেন্ডার মান্থে এটিকে 'সেকেন্ড নিউ মুন'ও কেউ কেউ বলেন। 

এবারের এই সূর্য গ্রহণ দেখা যাচ্ছে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, ব্রাজিলের একাংশ, আন্টার্কটিকা, ফকল্যান্ড থেকে।

আরও পড়ুন: Jo Biden: চিন ও উত্তর কোরিয়াকে 'অবজ্ঞা করে' আগামি মাসে কোন দেশ সফরে যাচ্ছেন বাইডেন?

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.