মার্কিন কূটনৈতিক চাপে ‘বেঁকে’ বসছে পিয়ংইয়াং!
উত্তর কোরিয়া বিদেশমন্ত্রকের বিবৃতিকে উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, দুই কোরিয়ার ‘সম্প্রীতি’তে বড়সড় ধাক্কা খেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপে
নিজস্ব প্রতিবেদন: মে মাসের শেষ কিংবা জুনের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে কিম জং উনের। এরই মাঝে সুর চড়ালো পিয়ংইয়াং। উত্তর কোরিয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক কূটনৈতিক চাপ বিপথে চালিত করতে পারে কোরিয় উপদ্বীপের সম্পর্ককে। এমনটাই কার্যত হুঁশিয়ারি দিয়ে জানাল উত্তর কোরিয়া।
আরও পড়ুন- পরমাণু চুক্তি ভাঙলে ফল ভুগতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রৌহানির
উত্তর কোরিয়া বিদেশমন্ত্রকের বিবৃতিকে উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, দুই কোরিয়ার ‘সম্প্রীতি’তে বড়সড় ধাক্কা খেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপে। কিম জং উন যখন শান্তির বার্তা দিয়ে সামনের দিকে এগোতে চাইছেন, তখন কার্যত উস্কানি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে অভিযোগ করে সে দেশের বিদেশমন্ত্রক।
আরও পড়ুন- ফের রক্তাক্ত কাবুল, দিনভর বিস্ফোরণে মৃত্যু ২০ জনের
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক করেন কিম। পুনরায় কোরিয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের আশ্বাসও দেন উত্তর কোরিয়ার শাসক। এমনকী, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মানভঞ্জন’ করতে বেশকিছু বেনজির পদক্ষেপ করেন তিনি। মে মাসের মধ্যে দেশের পরমাণু অস্ত্র পরীক্ষাগার বন্ধ করার কথায় জানায় পিয়ংইয়াং।
আরও পড়ুন- হাওয়াই দ্বীপে অগ্ন্যুত্পাত অব্যাহত, গিলে খাচ্ছে জনশূন্য জনপদ