আগামীকাল সোমবার থেকেই করোনা টিকাকরণ শুরু আমেরিকায়

আমেরিকায় আসছে সেই বহু প্রত্যাশিত দিন।

Updated By: Dec 13, 2020, 05:34 PM IST
আগামীকাল সোমবার থেকেই করোনা টিকাকরণ শুরু আমেরিকায়

নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই করোনাটিকার সূর্যোদয় আমেরিকার মাটিতে। 

হ্যাঁ, ব্যাপারটা প্রায় সেরকমই। আগামীকাল সোমবার থেকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হতে পারে। আজ, রবিবার আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে টিকা পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হতে পারে। এই টিকা মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের। 

টিকা সরবরাহের দায়িত্বে আছেন মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল গুস্তাভ পারনা। সোমবার স্থানীয় সময় সকাল নাগাদ টিকা দেওয়া শুরু হতে পারে।

ফাইজারের টিকাটির উদ্ভাবনে সহযোগিতা করেছে জার্মানির জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ টিকা ১৬ বছর বা তার বেশি বয়সিদের দেওয়া হবে বলে জানিয়েছে এফডিএ।

জেনারেল গুস্তাভ পারনা এক সাংবাদিক সম্মেলনে জানান, সোমবার নাগাদ যুক্তরাষ্ট্রের ১৫০টি জায়গায় টিকা সরবরাহের কাজ সম্পন্ন হবে। বাকি ৪৫০টি জায়গায় মঙ্গলবার ও বুধবার নাগাদ টিকা পৌঁছবে। প্রায় ৩০ লক্ষ ভ্যাকসিন শট দেশময় ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

also read: কৃষি আইন বিরোধিতার জেরে ওয়াশিংটনে মহাত্মার মুখে খালিস্তানি পতাকা!

 

.