বিজ্ঞাপনের রমরমায় বিপন্ন বর্ধমানের ঐতিহ্য

বিজ্ঞাপনের রমরমায় বিপন্ন বর্ধমানের ঐতিহ্য। ডোহিং আর পোস্টারে ঢেকে গিয়েছে কার্জন গেট এলাকা। দৃশ্যদূষণ থেকে শহরের হেরিটেজ সাইটটি রক্ষা করা এখন চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। কবিতায় ছিল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। আর এখানে বিজ্ঞাপনে ঢেকে গিয়েছে শহরের ঐতিহ্য।

Updated By: Nov 30, 2015, 10:19 AM IST
বিজ্ঞাপনের রমরমায় বিপন্ন বর্ধমানের ঐতিহ্য

ওয়েব ডেস্ক: বিজ্ঞাপনের রমরমায় বিপন্ন বর্ধমানের ঐতিহ্য। ডোহিং আর পোস্টারে ঢেকে গিয়েছে কার্জন গেট এলাকা। দৃশ্যদূষণ থেকে শহরের হেরিটেজ সাইটটি রক্ষা করা এখন চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। কবিতায় ছিল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। আর এখানে বিজ্ঞাপনে ঢেকে গিয়েছে শহরের ঐতিহ্য।
বর্ধমানের কার্জনগেট। ১৯০৪ সালে এই গেট তৈরি করেন মহারাজ বিজয়চাঁদ মহতাব। এখন এই গেটের নাম হয়েছে বিজয় তোরণ।
মিহিদানা-সীতাভোগের মতো এই তোরনও বর্ধমান শহরের পরিচয়। কেন্দ্র সরকার হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে এই তোরণটিকে।
প্রশাসনের নির্দেশ কার্জন গেটের আশে পাশে লাগানো যাবে না কোনও হোর্ডিং বা বিজ্ঞাপন। তবে বাস্তব ছবিটা পুরো উল্টো
ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বর্ধমানের পৌর প্রধান । কার্জন গেটের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাই এখন প্রশাসনের কাছে চ্যালেঞ্জ।

.