পুলিসি অত্যাচারের অভিযোগে ফুঁসছে ভাঙড়

পুলিসি বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। ফুঁসছে ভাঙড়। শুধু এলাকার মানুষই নন, পুলিসের বিরুদ্ধে সরব খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বাড়ি ঢুকে মারধর-ভাঙচুর, এমনকি মহিলাদের মারধরের অভিযোগও উঠেছে পুলিসের বিরুদ্ধে।  

Updated By: Jan 17, 2017, 08:42 PM IST
পুলিসি অত্যাচারের অভিযোগে ফুঁসছে ভাঙড়

ওয়েব ডেস্ক: পুলিসি বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। ফুঁসছে ভাঙড়। শুধু এলাকার মানুষই নন, পুলিসের বিরুদ্ধে সরব খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বাড়ি ঢুকে মারধর-ভাঙচুর, এমনকি মহিলাদের মারধরের অভিযোগও উঠেছে পুলিসের বিরুদ্ধে।  

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। আন্দোলনের অন্যতম নেতা শেখ সামসুল হক ওরফে কালুকে গ্রেফতার করা হয়েছে। এমনই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরেই খামারআইট, টোনা, মাছিভাঙা, গাজিপুর বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ রাস্তায় নামেন। অবরোধ হয় হাড়োয়া রোড। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে পিছু হঠে পুলিস। স্থানীয়দের অভিযোগ, এরপরেই তল্লাসির নামে রাতভর চলেছে পুলিসি অত্যাচার। রেয়াত করা হয়নি মহিলাদেরও।

আরও পড়ুন- রক্তাক্ত শিক্ষাঙ্গন! মনোনয়ন জমা ও তোলা নিয়ে TMCP-SFI সংঘর্ষ, চলল পুলিসের লাঠি

আন্দোলন দমনে পুলিসি নির্যাতনের অভিযোগ তুলেছেন খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাবেয়া বেগম।

.