জাল ভোটার ধরে ফেলায় বাম প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলা

জাল ভোটার ধরে ফেলায় বাম প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলা। এমনই অভিযোগ উঠেছে হুগলির ধনেখালিতে। ধনেখালি বিধানসভা কেন্দ্রের আটত্রিশ নম্বর বুথের এজেন্ট ছিলেন শেখ জসিমুদ্দিন। তাঁর দাবি, গতকাল দুজন জাল ভোটারকে ধরে ফেলেন তিনি। এরপরই তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, আজ সকালে বাজারে গেলে, তাঁর ওপর হামলার চেষ্টা হয়।

Updated By: May 1, 2016, 10:00 PM IST
জাল ভোটার ধরে ফেলায় বাম প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলা

ওয়েব ডেস্ক: জাল ভোটার ধরে ফেলায় বাম প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলা। এমনই অভিযোগ উঠেছে হুগলির ধনেখালিতে। ধনেখালি বিধানসভা কেন্দ্রের আটত্রিশ নম্বর বুথের এজেন্ট ছিলেন শেখ জসিমুদ্দিন। তাঁর দাবি, গতকাল দুজন জাল ভোটারকে ধরে ফেলেন তিনি। এরপরই তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, আজ সকালে বাজারে গেলে, তাঁর ওপর হামলার চেষ্টা হয়।

পালিয়ে বাঁচলেও দুপুরে তাঁর বাড়িতে চড়াও হয় দশ বারোজন দুষ্কৃতী। কোনও মতে বাড়িতে ঢুকতে না পারলেও জসিমুদ্দিনের গাড়ি ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ধনেখালি থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন জসিমুদ্দিন। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন।

 

.