হরিণঘাটায় প্রাক্তন পঞ্চায়েত প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষের বাড়িতে হামলা

নদিয়ার হরিণঘাটায় প্রাক্তন পঞ্চায়েত প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষের বাড়িতে হামলা। বড় জাগুলিতে মন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রাক্তন প্রতিমন্ত্রীর বাড়ির পাশেই থাকেন হরিণঘাটা পুরসভার চেয়ার ম্যান রাজীব দালাল। চেয়ারম্যানের বাড়ির পাশে অন্য একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল বাপি নামে এক স্থানীয় যুবক। প্রাক্তন মন্ত্রীর পরিবারের অভিযোগ, বাপিকে তাদের হাতে তুলে দিতে হবে বলে দলবল নিয়ে হাজির হন রাজীব দালাল। মন্ত্রী সেই সময় বাড়িতে ছিলেন না।

Updated By: Apr 20, 2016, 09:22 AM IST
হরিণঘাটায় প্রাক্তন পঞ্চায়েত প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষের বাড়িতে হামলা

ওয়েব ডেস্ক: নদিয়ার হরিণঘাটায় প্রাক্তন পঞ্চায়েত প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষের বাড়িতে হামলা। বড় জাগুলিতে মন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রাক্তন প্রতিমন্ত্রীর বাড়ির পাশেই থাকেন হরিণঘাটা পুরসভার চেয়ার ম্যান রাজীব দালাল। চেয়ারম্যানের বাড়ির পাশে অন্য একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল বাপি নামে এক স্থানীয় যুবক। প্রাক্তন মন্ত্রীর পরিবারের অভিযোগ, বাপিকে তাদের হাতে তুলে দিতে হবে বলে দলবল নিয়ে হাজির হন রাজীব দালাল। মন্ত্রী সেই সময় বাড়িতে ছিলেন না।

গোলমাল শুনে বেরিয়ে আসেন তাঁর বাড়ির লোকজন। সেই সময় রাজীব দালালের  সঙ্গীরা মন্ত্রীর পরিবারের মহিলাদের ধাক্কা দেন বলে অভিযোগ। ইট ছোড়া হয় মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে। পরে বাপি নামের ওই যুবককে বের করে এনে কোপানো হয়। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও রাজীব দালালের অভিযোগ, সিপিএম লোকজন নিজেদের মধ্যেই সংঘর্ষ জড়িয়ে পড়ায় এঘটনা ঘটে।

.