অস্ত্র আইন মামলায় সিও অফিসে হাজিরা বাবুল সুপ্রিয়র

অস্ত্র আইনে মামলা দায়ের হওয়ায় আজ রানিগঞ্জের সিও অফিসে হাজিরা দেবেন বাবুল সুপ্রিয়। যদিও সেজন্য প্রচারে বিরাম নেই। আজ পাণ্ডবেশ্বরের রামনগর মোড় থেকে কেন্দ্রা, শ্যামলাসহ একাধিক এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান আসানসোলের বিজেপি প্রার্থী।

Updated By: Apr 17, 2014, 08:29 PM IST

অস্ত্র আইনে মামলা দায়ের হওয়ায় আজ রানিগঞ্জের সিও অফিসে হাজিরা দেবেন বাবুল সুপ্রিয়। যদিও সেজন্য প্রচারে বিরাম নেই। আজ পাণ্ডবেশ্বরের রামনগর মোড় থেকে কেন্দ্রা, শ্যামলাসহ একাধিক এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান আসানসোলের বিজেপি প্রার্থী।

কেন্দ্রা গ্রামে সিপিআইএমএলের পার্টি অফিসে যান বাবুল সুপ্রিয়। গণেশ পালের মূর্তিতে মাল্য দান করেন। তাঁর বাড়িতে যান স্ত্রীর সঙ্গে দেখা করেন। ক্ষমতায় এলে গণেশ পালের মৃত্যুর তদন্ত করবেন বলে আশ্বাস দেন। সিপিআইএমএলকে সমর্থন করে কী তৃণমূলের ভোট কাটার পথই নিলেন বাবুল সুপ্রিয়? মনে করছেন ওয়াকিবহাল মহল।

.