পুলিসি আতঙ্কে প্রহর গুণছে শিলাদিত্যর গ্রাম

এতদিন মাওবাদী আতঙ্কে দিন কাটাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুরের বিনপুর এলাকার মানুষ। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর, দিন বদলের আশায় বুক বেঁধেছিলেন সেখানকার মানুষজন। অথচ নতুন সরকারের বর্ষপূর্তির পরে এখন পুলিসের আতঙ্কে দিন কাটছে বিনপুরবাসীর। শিলাদিত্য চৌধুরীর গ্রেফতারির ঘটনায় স্তম্ভিত বিনপুরের নয়াগ্রামের মানুষ। মাওবাদী আতঙ্ক ভুলে তাঁদের এখন গ্রাস করেছে পুলিসি আতঙ্ক।  

Updated By: Aug 14, 2012, 10:44 PM IST

এতদিন মাওবাদী আতঙ্কে দিন কাটাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুরের বিনপুর এলাকার মানুষ। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর, দিন বদলের আশায় বুক বেঁধেছিলেন সেখানকার মানুষজন। অথচ নতুন সরকারের বর্ষপূর্তির পরে এখন পুলিসের আতঙ্কে দিন কাটছে বিনপুরবাসীর। শিলাদিত্য চৌধুরীর গ্রেফতারির ঘটনায় স্তম্ভিত বিনপুরের নয়াগ্রামের মানুষ। মাওবাদী আতঙ্ক ভুলে তাঁদের এখন গ্রাস করেছে পুলিসি আতঙ্ক।
 
গত বুধবার বেলপাহাড়ির জনসভায় গিয়ে সারের দাম বৃদ্ধি রুখতে সরকারের ব্যর্থতা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন বিনপুরের বাসিন্দা শিলাদিত্য চৌধুরী। সঙ্গে সঙ্গেই তাঁকে মাওবাদী আখ্যা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে জেল হেফাজতে শিলাদিত্য  চৌধুরী। অথছ মাওবাদী হওয়া তো দুরস্থ। ডান কিম্বা বাম। কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যোগাযোগ নেই শিলাদিত্য চৌধুরীর। এমনটাই দাবি প্রতিবেশীদের। এইসব এলাকায় এমনিতেই নানা প্রতিকূলতা। এর পর রক্ষকই যদি ভয়ের কারণ হয়, তাহলে জীবন আরও দুর্বাসহ হয়ে উঠবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
 

.