ভাগ হচ্ছে বর্ধমান

ভাগ হচ্ছে বর্ধমান জেলা। সোমবার এ নিয়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন জেলাশাসক ওঙ্কারসিং মিনা। বৈঠকে বর্ধমান জেলাকে দুটি ভাগ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। যদিও, কাঁকসা এলাকা বিভাজনের সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছে সিপিআইএম। মতপার্থক্য রয়েছে নতুন দুটি জেলার নামকরণ নিয়েও।

Updated By: Apr 16, 2012, 05:54 PM IST

ভাগ হচ্ছে বর্ধমান জেলা। সোমবার এ নিয়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন জেলাশাসক ওঙ্কারসিং মিনা। বৈঠকে বর্ধমান জেলাকে দুটি ভাগ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। যদিও, কাঁকসা এলাকা বিভাজনের সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছে সিপিআইএম। মতপার্থক্য রয়েছে নতুন দুটি জেলার নামকরণ নিয়েও।   
জেলাশাসকের দফতরে জেলাভাগের প্রস্তাবের ওপর সর্বদল বৈঠক হয়। বৈঠকে জেলা ভাগের সিদ্ধান্তে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সোমবারের বৈঠক শেষে একথা জানিয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক। যদিও কাঁকসা এলাকার বিভাজনের সম্ভাবনায় আপত্তি রয়েছে সিপিআইএমের। কাঁকসার পাশাপাশি মতপার্থক্য রয়েছে নতুন জেলার নামকরণ নিয়েও। কেউ প্রস্তাব দিয়েছেন  বর্ধমান পূর্ব ও বর্ধমান পশ্চিম নামকরণের। কারও প্রস্তাব দুটি জেলার নাম হোক দুর্গাপুর-আসানসোল এবং বর্ধমান। সমস্ত প্রস্তাবই রাজ্য সরকারের কাছে পাঠাবে জেলা প্রশাসন।
কাঁকসা বিভাজন থেকে নামকরণ সমস্ত বিষয়েই এবার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। জেলা ভাগের দিনক্ষণও ঠিক করা হবে রাজ্য সরকারের তরফেই।
 

.