বীরভূমের ইলমবাজারে বাস উল্টে মারা গেলেন পাঁচ জন

বীরভূমের ইলমবাজারে বাস উল্টে মারগেলেন পাঁচ জন। গুরুতর আহত চল্লিশ জন। আহতদের বোলপুর হাসপাতাল দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিসের অনুমান বাসের চালক ঘুমিয়ে যাওয়াতেই দুর্ঘটনা।

Updated By: Jan 22, 2017, 07:34 PM IST
বীরভূমের ইলমবাজারে বাস উল্টে মারা গেলেন পাঁচ জন

ওয়েব ডেস্ক: বীরভূমের ইলমবাজারে বাস উল্টে মারা গেলেন পাঁচ জন। গুরুতর আহত চল্লিশ জন। আহতদের বোলপুর হাসপাতাল দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিসের অনুমান বাসের চালক ঘুমিয়ে যাওয়াতেই দুর্ঘটনা।

আরও পড়ুন দেশদ্রোহিতায় ৩ জঙ্গিকে ফাঁসির সাজা শোনাল বনগাঁ আদালত

তখনও কাক ডাকেনি। গোটা বাস ঘুমে আচ্ছন্ন। যখন ঘুম ভাঙল, যাঁরা বেঁচে আছেন তারা দেখলেন বাস দাঁড়িয়ে একবুক জলে। বীরভূমের ইলমবাজারে নিয়ন্ত্রণহারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাস। ঘটনস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। গুরুতর আহত চল্লিশ জন। পর্যটক ভর্তি বাসটি দুর্গাপুর থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি গিয়েছিল। সেখান থেকে তারাপীঠ। তারাপীঠ থেকে ভোরে দুর্গাপুর ফিরছিল। ষাট নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার পথে দুর্ঘটনা।যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে রয়েছেন একই পরিবারের তিনজন। প্রত্যেকেই দুর্গাপুরের বাসিন্দা। পুলিসের অনুমান ভোরের দিকে বাসের চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা।

আরও পড়ুন  কালনায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আগুন জ্বলল নদিয়ার হবিবপুরে

.