জেলায় চিটফান্ড রমরমা, প্রমাণ মিলল বারুইপুরে

শুধু সারদা গোষ্ঠী নয়, জেলায় জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে চিট ফান্ড। এবার ২২ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল বারুইপুরের এক সংস্থার কর্মকর্তার বিরুদ্ধে।

Updated By: Apr 27, 2013, 10:20 AM IST

শুধু সারদা গোষ্ঠী নয়, জেলায় জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে চিট ফান্ড। এবার ২২ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল বারুইপুরের এক সংস্থার কর্মকর্তার বিরুদ্ধে।
শুক্রবার রাতে ভট্টাচার্যপাড়ার বিবিতলাতে প্রদীপ সর্দার নামে ওই কর্মকর্তার বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকজন আমানতকারী। তাঁদের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই এলাকায় ব্যবসা চালাচ্ছে ত্রিভুবন নামে ওই সংস্থাটি। অভিযোগ, গ্রাহকদের কাছ থেকে প্রায় ২২ কোটি টাকা তোলার পর সম্প্রতি চম্পট দেন চিট ফান্ডের কর্মকর্তা প্রদীপ সর্দার। শুক্রবার রাতে প্রদীপ সর্দারের বাড়ি ঘেরাও করে ভাঙচুর চালায় আমানতকারীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারুইপুর থানার পুলিস।.

.