চিটফান্ড প্রতিরোধ বিল প্রত্যাহার করল রাজ্য সরকার

চিটফান্ড প্রতিরোধ বিল শেষপর্যন্ত প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় ছিল এই বিলটি। বিল নিয়ে আপত্তি ছিল কেন্দ্রীয় সরকারের। বেশ কয়েকটি জায়গায় আপত্তি জানিয়ে বিলে পরিবর্তন করতে বলেছিল অর্থমন্ত্রক। সারদাকাণ্ডের পরই এই বিলটি আনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গত ৩০ এপ্রিল রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে পাশও হয়ে যায় চিটফান্ড প্রতিরোধ বিল।

Updated By: Sep 29, 2013, 07:49 PM IST

চিটফান্ড প্রতিরোধ বিল শেষপর্যন্ত প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় ছিল এই বিলটি। বিল নিয়ে আপত্তি ছিল কেন্দ্রীয় সরকারের। বেশ কয়েকটি জায়গায় আপত্তি জানিয়ে বিলে পরিবর্তন করতে বলেছিল অর্থমন্ত্রক। সারদাকাণ্ডের পরই এই বিলটি আনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গত ৩০ এপ্রিল রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে পাশও হয়ে যায় চিটফান্ড প্রতিরোধ বিল।
সারদাকাণ্ডে প্রতারিত আমানতকারীদের সরকারি কোষাগার থেকে ক্ষতিপূরণ দেওয়ার তীব্র বিরোধিতা করলেন বিরোধী দলনেতা সূর্ষকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার নামে আদতে প্রতারকদেরই আড়াল করতে চাইছে রাজ্য সরকার।

.