তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ জলপাইগুড়িতে

তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। শহরের কাছেই একটি গাড়ি শোরুমে স্থানীয় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে হামলার অভিযোগ। পঞ্চায়েত সদস্যদের পাল্টা দাবি দোকানের সামনে একটি ভাঙা কালভার্ট সারানো নিয়েই বচসা। শনিবার এমনটাই ছবি দেখা গেল জলপাইগুড়ির শিরিষতলায়।

Updated By: Sep 3, 2016, 08:29 PM IST
তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ জলপাইগুড়িতে

ওয়েব ডেস্ক: তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। শহরের কাছেই একটি গাড়ি শোরুমে স্থানীয় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে হামলার অভিযোগ। পঞ্চায়েত সদস্যদের পাল্টা দাবি দোকানের সামনে একটি ভাঙা কালভার্ট সারানো নিয়েই বচসা। শনিবার এমনটাই ছবি দেখা গেল জলপাইগুড়ির শিরিষতলায়।

আজ এখানেই একটি গাড়ি শোরুমের উদ্বোধন হল। আর সেখানেই গণ্ডগোল। অভিযোগ স্থানীয় অরবিন্দ পঞ্চায়েতের প্রধান মৌ সূত্রধরের নেতৃত্বে হামলা হয়। তবে অন্য কথা বলছেন পঞ্চায়েত সদস্যরা। তাঁদের দাবি দোকানের সামনে একটি ভেঙে যাওয়া কালভার্ট সারানো নিয়েই সমস্যা। বেশ কয়েকজন গ্রামবাসী এতে জখম হয়েছেন।

তবে, পঞ্চায়েত সদস্যরা যাই বলুন না কেন, অন্য কথা শোনা যাচ্ছে এলাকায় কান পাতলে। অভিযোগ, শো রুমে স্থানীয়দের নিয়োগ আর টাকার দারি করেই হামলা করা হয়েছিল।

.