তৃণমূলকে তোলা না দেওয়ায় আক্রান্ত ঠিকাদার

দাবি মতো তোলা মেলেনি। সে জন্যই এক ঠিকাদারকে প্রচণ্ড মারধরের পর গুলি করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের রবীন্দ্রপল্লিতে। আহত ঠিকাদার সুমিত ঘোষকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

Updated By: Feb 18, 2013, 10:39 AM IST

দাবি মতো তোলা মেলেনি। সে জন্যই এক ঠিকাদারকে প্রচণ্ড মারধরের পর গুলি করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের রবীন্দ্রপল্লিতে। আহত ঠিকাদার সুমিত ঘোষকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
স্থানীয় পঞ্চায়েতের রাস্তা তৈরির ঠিকা নিয়েছিলেন সুমিতবাবু। তৃণমূলের তরফ থেকে তাঁর কাছে ৫০ হাজার টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন সুমিত ঘোষ। এরপরই রবিবার রাতে তাঁকে তৃণমূলের অঞ্চল সভাপতির সোহেল আড়ির নাম করে ডেকে নিয়ে যায় বেশ কয়েকজন। বাইরে গেলেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। দুই রাউন্ড গুলিও করা হয় বলে জানা গেছে। যদিও সুমিত ঘোষের গুলি লাগেনি। ক্যানিং হাসপাতালে চিকিত্সার পর তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

.