হাওড়া উপনির্বাচনে জয়ী তৃণমূল, বামদের লিড ২টি আসনে

১টা ৫৫: দক্ষিণ হাওড়া কেন্দ্রে ১,৪৭৬ ভোটে এগিয়ে গেল বামফ্রন্ট। ১টা ৪৫: ৬,৬০২ ভোটে সাঁকরাইলে জয়ী বাম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য।  ১টা ২০: শিবপুরে ৭,০৪৭ ভোটে জয়ী তৃণমূল। ১টা ১৫: বালি, শিবপুর, উত্তর হাওড়া বিধানসভা আসনে জয়ী তৃণমূল। গণনা শেষ, বালিতে ২৮১৮ ভোটে জিতল তৃণমূল।

Updated By: Jun 5, 2013, 08:03 AM IST

২টো ২০: হাওড়া লোকসভা উপ নির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। ২৬,৯৬৫ ভোটে জিতলেন তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪,২৬,৩৮৭টি ভোট। বামপ্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য পেয়েছেন ৩,৯৯,৪২২টি ভোট। কংগ্রেস পেয়েছে ৯৬,৭৪৩টি ভোট। উত্তর হাওড়া, মধ্য হাওড়া, বালি, পাঁচলা ও শিবপুরে লিড নিয়েছে তৃণমূল। বামেরা লিড নিয়েছে সাঁকরাইল ও দক্ষিণ হাওড়ায়।
২টো ১০: দক্ষিণ হাওড়ায় জয়ী বামেরা। ২,৫১৯ ভোটে জয় শ্রীদীপ ভট্টাচার্যের।
১টা ৫৫: দক্ষিণ হাওড়া কেন্দ্রে ১,৪৭৬ ভোটে এগিয়ে গেল বামফ্রন্ট।
১টা ৪৫: ৬,৬০২ ভোটে সাঁকরাইলে জয়ী বাম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য।  
১টা ২০: শিবপুরে ৭,০৪৭ ভোটে জয়ী তৃণমূল।
১টা ১৫: বালি, শিবপুর, উত্তর হাওড়া বিধানসভা আসনে জয়ী তৃণমূল। গণনা শেষ, বালিতে ২৮১৮ ভোটে জিতল তৃণমূল।
১টা: উত্তর হাওড়া কেন্দ্রে জয় তৃণমূলের। ৬৯৫২ ভোটে জয়ী প্রসূণ বন্দ্যোপাধ্যায়।
১২টা ৪৫: ২৪,৭৪৬ ভোটে এগিয়ে তৃণমূল।
১২টা ১৭: ২৪,১৯৯ ভোটে এগিয়ে তৃণমূল- ২,৯০,৭৯৭। বাম- ২,৬৬,৫৯৮। কংগ্রেস ৬০,৭৮০। ছটি আসনে এগিয়ে তৃণমূল। ১টিতে বাম। ভোট কাটতে পাড়ল না কংগ্রেস।
বেলা ১২টা: শাসকের ভোট কমার ইঙ্গিত। ২৪ হাজার ৩৮৬ ভোটের ব্যবধান। এগিয়ে তৃণমূল। শ্রীদীব ভট্টাচার্যের গায়ে আবীর দিল তৃণমূল সমর্থকেরা। জয়ের পক্ষে এখনও আশাবাদী বাম প্রার্থী। জানালেন ২৪ ঘণ্টাকে।  
১১টা ৪৫: ২৩ হাজার ৫৩৭ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
১১টা ৩০: ২০ হাজার ১ ভোটে এগিয়ে তৃণমূল। ৬টি বিধানসভা আসনে এগিয়ে তৃণমূল। ১টি এগিয়ে বামেরা। প্রসূন বন্দ্যোপাধ্যায়(তৃণ)- ২,১০,২৮৮। শ্রীদীপ ভট্টাচার্য(বাম)- ১,৮১,৬৯৫। সনাতন মুখার্জি(কং)- ৪২,১৮০।  
১১টা: ১৪, ৯৪৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।  হাওড়ায় হাড্ডাহাড্ডি। প্রসূন বন্দ্যোপাধ্যায়- ১,৬১,১০২। বাম- ১,৪৫,৪৫৩। কংগ্রেস- ৩০,৭৬৩।
১০টা ৪০: ৫ম রাউন্ড গণনা শেষে ১১,৬২৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। ৪টি বিধানসভায় এগিয়ে তৃণমূল। ৩টি তে এগিয়ে বামেরা।  
১০টা ২৫: ৭টি বিধানসভা কেন্দ্রে ১২২ রাউন্ড গণনা হবে। তারমধ্যে ২৬ রাউন্ড গণনা শেষে ৭,৬৪৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।
১০টা ১৫: ৪র্থ রাউন্ড গণনা চলছে। ৬,৩৫৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়। কোনও কেন্দ্রেই বেশি ভোট পায়নি কংগ্রেস। ৩ থেকে ৪ শতাংশের বেশি ভোট পায়নি কংগ্রেস।  
সকাল ১০টা ০৫: ৩য় রাউন্ড গণনা শেষ। চতুর্থ রাউন্ড গণনা চলছে ৪৫৫২ ভোটে এগিয়ে তৃণমূল।
সকাল ১০টা: ৭টি বিধানসভা কেন্দ্রে ২য় রাউন্ড, ৩টি কেন্দ্রে ৩য় রাউন্ড ও ১টি কেন্দ্রে ৪র্থ দফা গণনা শেষে ৩৮৭৬ ভোটে এগিয়ে তৃণমূল।
৯টা ৪৫: ২য় রাউন্ড শেষে হাওড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়।
৯টা ৩০: ৭টি বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড, ৩টি তে দ্বিতীয় রাউন্ড ও ১টি কেন্দ্রে তৃতীয় রাউন্ড গণনা শেষে ২৫১ ভোটে এগিয়ে বাম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য।
৯টা ২৫: পাঁচটি বিধানসভা আসনে এগিয়ে বামেরা। দুটিতে এগিয়ে তৃণমূল।
৯টা ১০: প্রথম রাউন্ড শেষে এগিয়ে বামপ্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। ২,৫২০ ভোটে এগিয়ে বাম।  
সকাল ৮টা ৪৫: দু' রাউন্ড গণনা শেষে পিছিয়ে তৃণমূল।
আজ হাওড়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলপ্রকাশ। সকাল ৮টা থেকে শুরু গণনা। গণনার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। সাতটি বিধানসভা কেন্দ্রকে আলাদা আলাদা সেক্টরে ভাগ করে প্রতিটির জন্য ত্রিস্তর নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। গণনার টানা ভিডিও রেকর্ডিং হবে। ফল জানানোর জন্য থাকছে মাইকে ঘোষণার ব্যবস্থা। আর থাকছে ডুমুরজলা স্টেডিয়ামের বাইরে মিডিয়া সেন্টারের ডিসপ্লে বোর্ড। হাওড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অম্বিকা ব্যানার্জির মৃত্যুতে আসনটি শূন্য হয়।
এবারে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও, মূল লড়াই ছিল বামফ্রন্ট প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য ও তৃণমূল প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। তবে দুই প্রতিপক্ষের থেকে খুব পিছিয়ে নেই কংগ্রেস প্রার্থী, সনাতন মুখার্জিও। বিজেপি এই নির্বাচনে কোনও প্রার্থী দেয়নি। মোট ১৮৫১টি বুথে রবিবার ভোট নেওয়া হয়। ১৪ লক্ষ ৪৭ হাজার ১৭৪ জন  ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯লক্ষ ৫৭ হাজার ৩১৮জন।
ভোটদানের হার ছিল ৬৬.১৫ শতাংশ। ২০০৪ সালের তৃণমূল কংগ্রেস প্রার্থী অম্বিকা ব্যানার্জির  কংগ্রেসের সঙ্গে জোট করে এই আসনে জিতেছিলেন ৪৭ হাজার ৩৯২ ভোটে।

.