রাজ্যে আসছে বিনিয়োগ, বলছে কেন্দ্রীয় সরকারের সমীক্ষা

বিনিয়োগ আসছে রাজ্যে। বলছে কেন্দ্রীয় সরকারের সমীক্ষাই। ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশনের সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ, চলতি বছরে রাজ্যে এসেছে ১৪০৭ কোটি টাকার বিনিয়োগ। তবে, প্রাক্তন শিল্পমন্ত্রীর দাবি, বিনিয়োগ যা এসেছে তা বাম আমলে প্রস্তাবিত প্রকল্প থেকেই।  

Updated By: Sep 9, 2013, 09:42 PM IST

বিনিয়োগ আসছে রাজ্যে। বলছে কেন্দ্রীয় সরকারের সমীক্ষাই। ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশনের সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ, চলতি বছরে রাজ্যে এসেছে ১৪০৭ কোটি টাকার বিনিয়োগ। তবে, প্রাক্তন শিল্পমন্ত্রীর দাবি, বিনিয়োগ যা এসেছে তা বাম আমলে প্রস্তাবিত প্রকল্প থেকেই।  
কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, চলতি আর্থিক বছরে রাজ্যে বিনিয়োগের হার যথেষ্টই আশাব্যঞ্জক। রিপোর্ট অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৮ পর্যন্ত রাজ্যে ৫৯৫টি প্রকল্পে মোট ৩০হাজার ৬৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল
 
২০০৯-এ ৬৮টি প্রকল্পে বিনিয়োগ হয়েছিল ৬৩২ কোটি টাকা।
 
২০১০-এ ৫০টি প্রকল্পে বিনিয়োগ পরিমাণ ১১৬৩ কোটি টাকা
 
পালাবদলের বছর ২০১১-এ ৩৩টি প্রকল্পে ৩২৫ কোটি টাকার বিনিয়োগ হয়।
 
২০১২-এ ২৫টি প্রকল্পে বিনিয়োগ হয় ৯৬২ কোটি টাকা।
 
২০১৩-এর জুলাই পর্যন্ত ২৩টি প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ ১৪০৭ কোটি
টাকা।
এই একই সময়কালে দেশের আরও কয়েকটি রাজ্যে বিনিয়োগের দিকে একনজর দিলেই স্পষ্ট হবে ছবিটা।
গুজরাতে ৩৭টি প্রকল্পে মোট বিনিয়োগ ৪ হাজার ৩৯৫ কোটি টা।
 
কর্ণাটকে ১৭টি প্রকল্পে মোট বিনিয়োগ ৪ হাজার ৬১ কোটি টাকা।
 
মহারাষ্ট্রে ৫৯টি প্রকল্পে মোট বিনিয়োগ ২১ হাজার ১৭৮ কোটি টাকা।
 
তামিলনাড়ুতে সাতটি প্রকল্পে নতুন বিনিয়োগ ১৬৪৫ কোটি টাকা
অর্থাত্ শিল্পে এগিয়ে থাকা রাজ্যগুলির থেকে পিছিয়ে থাকলেও, বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সূচকেও বদলের ইঙ্গিত।
প্রাক্তন শিল্পমন্ত্রীর দাবি, জমিনীতি নিয়ে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিলে, আগামী দিনেও বিনিয়োগ রাজ্যে বিনিয়োগ আনতে সমস্যা হবে সরকারের। 

.