জোট কাঁটায় ইসলামপুর কেন্দ্র

জোট কাঁটায় ইসলামপুর।প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। বামেরা দাঁড় করিয়েছে জেডিইউ প্রার্থীকে। দুপক্ষেরই দাবি, আসল জোট প্রার্থী তাদেরই। বাম-কংগ্রেস জোট কাজিয়ায় সুযোগ নেবে তৃণমূলই। মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। জোট কাজিয়ার কাঁটায় উত্তরদিনাজপুরের ইসলামপুর। বামেদের তরফে ইসলামপুরে আসন দেওয়া হয়েছে জেডিইউকে।  বামেরা প্রার্থী দেওয়ার পরেও কংগ্রেস এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। আর তা নিয়েই বিবাদ বেধেছে দুপক্ষের। কংগ্রেসের  প্রার্থী হয়েছেন কানাইলাল আগরওয়াল। কংগ্রেস প্রার্থীর সমর্থনে বুধবার সভাও করলেন কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। তাঁর দাবি কানাইলালই ইসলামপুরের জোট প্রার্থী।

Updated By: Mar 31, 2016, 08:55 AM IST
জোট কাঁটায় ইসলামপুর কেন্দ্র

ওয়েব ডেস্ক: জোট কাঁটায় ইসলামপুর।প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। বামেরা দাঁড় করিয়েছে জেডিইউ প্রার্থীকে। দুপক্ষেরই দাবি, আসল জোট প্রার্থী তাদেরই। বাম-কংগ্রেস জোট কাজিয়ায় সুযোগ নেবে তৃণমূলই। মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। জোট কাজিয়ার কাঁটায় উত্তরদিনাজপুরের ইসলামপুর। বামেদের তরফে ইসলামপুরে আসন দেওয়া হয়েছে জেডিইউকে।  বামেরা প্রার্থী দেওয়ার পরেও কংগ্রেস এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। আর তা নিয়েই বিবাদ বেধেছে দুপক্ষের। কংগ্রেসের  প্রার্থী হয়েছেন কানাইলাল আগরওয়াল। কংগ্রেস প্রার্থীর সমর্থনে বুধবার সভাও করলেন কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। তাঁর দাবি কানাইলালই ইসলামপুরের জোট প্রার্থী।

উল্টো দিকে জেডিইউ প্রার্থীকে প্রকৃত জোট প্রার্থী দাবি বলে করেছেন সিপিএম নেতা মহঃ সেলিম। দুয়ারে ভোট কড়া নাড়লেও ইসলামপুরে সত্যিই যে কে জোট প্রার্থী তা এখনও স্পষ্ট নয় বাম-কংগ্রেস জোট কাজিয়ায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারনা,দুপক্ষের এই জোট কাজিয়ায় ভোট কাটাকুটিতে আদতে ভোট বাড়বে তৃণমূলেরই।

.