কেশিয়ারিতে সিপিআইএম নেতা খুনে ধৃত ১ তৃণমূলী

পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে সিপিআইএম নেতা খুনের ঘটনায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম প্রফুল্ল পাত্র।

Updated By: Mar 17, 2012, 10:32 AM IST

পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে সিপিআইএম নেতা খুনের ঘটনায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম প্রফুল্ল পাত্র। কেশিয়ারি থেকেই তাকে গ্রেফতার করা হয়।
গত ১১ মার্চ বিমল সেনাপতি নামে ওই সিপিআইএম নেতাকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। নিহত বিমল সেনাপতি দ্বীপা গ্রামে সিপিআইএমের শাখা সম্পাদক ছিলেন। ধৃত প্রফুল্ল পাত্রকে শনিবার মেদিনীপুর আদালতে পেশ করা হয়।

.