মুর্শিদাবাদ জেলা কংগ্রেস দফতরে দুষ্কৃতী-হামলা

জেলা কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতী হামলায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের বহরমপুরে। শনিবার রাত দশটা নাগাদ জেলা কংগ্রেস কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অভিযোগ, বাইরে থেকে গুলিচালায় দুষ্কৃতীরা। এমনকি কার্যালয়ের বাইরে বোমাও ফাটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিস, যায় জেলা কংগ্রেস নেতৃত্ব। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Updated By: Apr 1, 2012, 03:13 PM IST

জেলা কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতী হামলায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের বহরমপুরে। শনিবার রাত দশটা নাগাদ জেলা কংগ্রেস কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অভিযোগ, বাইরে থেকে গুলিচালায় দুষ্কৃতীরা। এমনকি কার্যালয়ের বাইরে বোমাও ফাটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিস, যায় জেলা কংগ্রেস নেতৃত্ব। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

.