দুই অটোর রেষারেষি, প্রাণ গেল ১ আম আদমির

ফের অটোর দৌরাত্ম্য। দুটি অটোর রেষারেষিতে মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায়। বাসন্তী হাইওয়েতে রেষেরেষি করছিল দুটি অটো। তখনই অটোর ধাক্কায় মৃত্যু হয় মোতালেব মোল্লা নামে এক ব্যক্তির। দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিহতের দেহ আটকে বাসন্তী হাইওয়েতে শুরু হয় অবরোধ। এলাকাবাসীর অভিযোগ, বেআইনি অটোর রমরমা রুখতে কোনও ব্যবস্থাই নিচ্ছে না পুলিস। পরে পুলিসের তরফে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস পেলে উঠে যায় অবরোধ।

Updated By: Mar 20, 2015, 10:44 PM IST
দুই অটোর রেষারেষি, প্রাণ গেল ১ আম আদমির

ওয়েব ডেস্ক: ফের অটোর দৌরাত্ম্য। দুটি অটোর রেষারেষিতে মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায়। বাসন্তী হাইওয়েতে রেষেরেষি করছিল দুটি অটো। তখনই অটোর ধাক্কায় মৃত্যু হয় মোতালেব মোল্লা নামে এক ব্যক্তির। দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিহতের দেহ আটকে বাসন্তী হাইওয়েতে শুরু হয় অবরোধ। এলাকাবাসীর অভিযোগ, বেআইনি অটোর রমরমা রুখতে কোনও ব্যবস্থাই নিচ্ছে না পুলিস। পরে পুলিসের তরফে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস পেলে উঠে যায় অবরোধ।

একদিকে পরিবহনে রাজ্য সরকারের দায়সারা নীতি অপরদিকে অটো ইউনিয়ন গুলির দাপট, বলি হচ্ছে সাধারণ মানুষ। কখনও শ্লীলতাহানি, কখনও বেশি ভাড়া নেওয়া,একের পর এক ঘটনার অভিযোগ কলকাতা সহ তার পার্শ্ববর্তি শহর জুড়ে। একসময় কড়া হাতে দৌরাত্ম দমনে উদ্যোগী হয়েছিল রাজ্য প্রশাসন। কিন্তু কোনও ফল পাওয়া যায়নি।

.