প্রসঙ্গ পঞ্চায়েত ভোট, আদালতে যেতে পারে কমিশন

পঞ্চায়েত ভোট নিয়ে সরকারের সঙ্গে সংঘাতের জেরে আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য নির্বাচন কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠকে বসবে কমিশন। রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের সঙ্ঘাত তুঙ্গে। সরকার একতরফা ভাবে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে দেওয়ায় আদালতের দ্বারস্থ হতে পারে নির্বাচন কমিশন।

Updated By: Mar 23, 2013, 07:51 PM IST

পঞ্চায়েত ভোট নিয়ে সরকারের সঙ্গে সংঘাতের জেরে আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য নির্বাচন কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠকে বসবে কমিশন। রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের সঙ্ঘাত তুঙ্গে। সরকার একতরফা ভাবে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে দেওয়ায় আদালতের দ্বারস্থ হতে পারে নির্বাচন কমিশন।
পঞ্চায়েত আইনের ৪২ নম্বর ধারায় বলা আছে, কমিশনের সঙ্গে আলোচনা করে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করার অধিকার রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরের। 
ওই আইনেরই ৪৩ নম্বর ধারায় বলা আছে, ভোটের নির্ঘণ্ট প্রকাশের দায়িত্ব কমিশনের। সিদ্ধান্ত পছন্দ না হলে সরকারকে তা পুনর্বিবেচনা করতে বলতে পারে কমিশন। 
যদিও সেই সম্ভাবনার কথা মানতে নারাজ পঞ্চায়েতমন্ত্রী।
সমাধান সূত্র না বেরোলে কমিশন আদালতেও যেতে পারে। ২০০৩-এ সালে আমেদাবাদ পুর নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় হেরে যায় সরকার। 
কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলাতেও কমিশনের সুপারিশ মেনেই রাজ্য সরকারকে কাজ করার নির্দেশ দেয় আদালত। কংগ্রেস নেতা, আইনজীবী অরুনাভ ঘোষ আবার সরকারের আচরণে অন্য ইঙ্গিত খুঁজে পাচ্ছেন।
 প্রাক্তন বিচারপতি ভগবতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আবার শোনালেন আরও ভয়ঙ্কর আশঙ্কার কথা।

.