নির্বাচন কমিশনের নয়া সিদ্ধান্ত, রাজ্যে পুলিস অবজার্ভার কেন্দ্রের সংখ্যা ৯ থেকে বেড়ে ১৭

নির্বাচন কমিশনের নয়া সিদ্ধান্ত। রাজ্যে পুলিস অবজার্ভার কেন্দ্রের সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১৭ করা হল। যাদবপুর, আসানসোল, দমদম সহ নতুন আটটি কেন্দ্র পুলিস অবজার্ভারের আওতায় নিয়ে আসা হল। আগামী পাঁচই এপ্রিল রাজ্যে আসছেন প্রথম অবজার্ভার। ওইদিনই রাজ্যে আসবেন মুখ্যনির্বাচন কমিশনার ভিএস সম্পতও। লোকসভা নির্বাচনে এবারই প্রথম রাজ্যে আসছেন পুলিস অবজার্ভার। তাঁরা পুলিসের কাজের ওপর নজরদারি করবেন।

Updated By: Apr 4, 2014, 10:26 AM IST

নির্বাচন কমিশনের নয়া সিদ্ধান্ত। রাজ্যে পুলিস অবজার্ভার কেন্দ্রের সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১৭ করা হল। যাদবপুর, আসানসোল, দমদম সহ নতুন আটটি কেন্দ্র পুলিস অবজার্ভারের আওতায় নিয়ে আসা হল। আগামী পাঁচই এপ্রিল রাজ্যে আসছেন প্রথম অবজার্ভার। ওইদিনই রাজ্যে আসবেন মুখ্যনির্বাচন কমিশনার ভিএস সম্পতও। লোকসভা নির্বাচনে এবারই প্রথম রাজ্যে আসছেন পুলিস অবজার্ভার। তাঁরা পুলিসের কাজের ওপর নজরদারি করবেন।

বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা উপমুখ্য নির্বাচন কমিশনার বিনোদ জুতসি কলকাতায় আসেন। তাঁর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ পৌছয়। যারমধ্যে অন্যতম ছিল পুলিসের কাজকর্ম নিয়ে একাধিক অভিযোগ। নির্বাচন কমিশন ঠিক করেছিল পুরুলিয়া-বাঁকুড়া, জয়নগর-সহ রাজ্যের নটি লোকসভা কেন্দ্রে পুলিস অবজার্ভার থাকবেন।

এরপর গত দুদিনে কোথাও নির্বাচন কমিশনের কর্মীদের ওপর হামলা। কোথাও আবার বিধায়কের সামনেই বিডিওকে হুমকি। এমন হাজারো ঘটনায় বারবার পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চলছে দোষারোপের পালা। এই পরিস্থিতিতে এবার পুলিস অবজার্ভার কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যে পুলিস অবজার্ভার কেন্দ্রের সংখ্যা নয় থেকে বাড়িয়ে করা হল সতেরো।
নতুন করে যোগ হল দমদম, যাদবপুর, আসানসোল, সহ ৮টি কেন্দ্র। তবে কেন্দ্রের সংখ্যা বাড়লেও বাড়ছে না অবজার্ভারের সংখ্যা । রাজ্যের প্রথম অবজার্ভার আসছেন আগামী শনিবার। ওই দিনই রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত।

.