মালদায় শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফের শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরে সাগরিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের মার খেয়ে গুরুতর জখম অবস্থায় মেডিক্যাল কলেজে ভর্তি ছাত্র। আহত দ্বাদশ শ্রেণির ছাত্র হিফজুর রহমানের একটি চোখে গুরুতর আঘাত লেগেছে। প্রধান শিক্ষকের ফরমান অগ্রাহ্য করে স্কুল ইউনিফর্ম পরে না আসায় ছাত্রদের ওপর রেগে যান প্রধান শিক্ষক নজরুল ইসলাম। ছাত্রদের যুক্তি ছিল, বর্ষায় পোশাক শুকোচ্ছে না। তাই প্রতিদিন স্কুল ইউনিফর্ম আসা সম্ভব নয়। ছাত্রদের মুখে এই জবাব শুনে আরও রেগে যান শিক্ষক। তাতেই মারধর। প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Updated By: Aug 8, 2016, 03:59 PM IST
মালদায় শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

ওয়েব ডেস্ক: ফের শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরে সাগরিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের মার খেয়ে গুরুতর জখম অবস্থায় মেডিক্যাল কলেজে ভর্তি ছাত্র। আহত দ্বাদশ শ্রেণির ছাত্র হিফজুর রহমানের একটি চোখে গুরুতর আঘাত লেগেছে। প্রধান শিক্ষকের ফরমান অগ্রাহ্য করে স্কুল ইউনিফর্ম পরে না আসায় ছাত্রদের ওপর রেগে যান প্রধান শিক্ষক নজরুল ইসলাম। ছাত্রদের যুক্তি ছিল, বর্ষায় পোশাক শুকোচ্ছে না। তাই প্রতিদিন স্কুল ইউনিফর্ম আসা সম্ভব নয়। ছাত্রদের মুখে এই জবাব শুনে আরও রেগে যান শিক্ষক। তাতেই মারধর। প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

.