টেটের ফর্ম বিলি নিয়ে অরাজকতা জেলায় জেলায়

Updated By: Jul 2, 2015, 08:46 PM IST
টেটের ফর্ম বিলি নিয়ে অরাজকতা জেলায় জেলায়

শুধু বাঁকুড়াই নয়, টেটের ফর্ম বিলিকে ঘিরে বিশৃঙ্খলা চরমে উঠেছে অন্যান্য জেলাতেও। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ইঁট ছোড়েন প্রার্থীরা। বহরমপুরে ব্যাঙ্ক কর্মীদের  আটকে রাখা হয়।  পূর্ব মেদিনীপুরের  তমলুকে UBI-ব্যাঙ্কে টেটের ফর্ম দেওয়া হচ্ছে। ফর্ম তুলতে কেউ লাইন দিয়েছেন রাত বারোটা থেকে, তো কেউ ভোর থেকে দাঁড়িয়ে। এমনই বেহাল অবস্থা।

লাইনে দাঁড়িয়ে কয়েক হাজার আবেদনকারী। এর জেরে প্রায়ই যানজট তৈরি হচ্ছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। হাতে গোনা ফর্ম দেওয়ার অভিযোগ উঠেছে। কখনও পুলিস-আবেদনকারীদের তর্কাতর্কি, আবার কখনও ব্যাঙ্কের সামনে বিক্ষোভ চলছে। উত্তর চব্বিশ পরগনাতেও, বারাকপুরে UBI ব্যাঙ্কে টেটের ফর্ম তুলতে গিয়ে নাজেহাল দশা আবেদনকারীদের। লাইনে প্রায় পাঁচ হাজার জন। অথচ অভিযোগ, ফর্ম রয়েছে মাত্র একশো আশি। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। চিড়িয়ামোড়ে অবরোধ হয়। পরে পুলিসের আশ্বাসে অবরোধ উঠলেও, সমস্যা সমাধান কীভাবে হবে, তার উত্তর মেলেনি।  

.