পয়লা বৈশাখ উদ্বোধন হবে রাজ্যের আরও তিন নতুন জেলার

বাংলা নববর্ষ থেকে রাজ্যে আরও তিন নতুন জেলা হচ্ছে। নতুন জেলা হচ্ছে কালিম্পং, আসানসোল এবং ঝাড়গ্রাম। পয়লা বৈশাখ উদ্বোধন হবে। আরও পড়ুন- সামনে নোট বাতিল, পিছনে জোটের অঙ্ক, প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়িতে ধর্না

Updated By: Nov 28, 2016, 07:20 PM IST
পয়লা বৈশাখ উদ্বোধন হবে রাজ্যের আরও তিন নতুন জেলার

ওয়েব ডেস্ক: বাংলা নববর্ষ থেকে রাজ্যে আরও তিন নতুন জেলা হচ্ছে। নতুন জেলা হচ্ছে কালিম্পং, আসানসোল এবং ঝাড়গ্রাম। পয়লা বৈশাখ উদ্বোধন হবে। আরও পড়ুন- সামনে নোট বাতিল, পিছনে জোটের অঙ্ক, প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়িতে ধর্না

 

 আজ নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন জেলা করার ক্ষেত্রে আদালত থেকে ছাড়পত্র লাগে। সেই ছাড়পত্র মিলেছে। এর আগে এই তিন জেলার পরিকাঠামো খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনিক কর্তাদের। কালিম্পংয়ে যাচ্ছেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। আসানসোলে যাচ্ছেন স্বরাষ্ট্রসচিব মলয় দে। ঝাড়গ্রামের পরিকাঠামো খতিয়ে দেখবেন রাজ্য পুলিসের ডিজি সুরজিত্‍ কর পুরকায়স্থ এবং কলকাতা পুলিসের নগরপাল রাজীব কুমার।  আরও পড়ুন- আবারও 'ঐতিহাসিক ভুল'? বন্‌ধের ব্যর্থতা স্বীকার করে নিলেন বিমান বসু 

.