অধীর গড়ে ফের ভাঙন, হাতছাড়া বেলডাঙা পুরসভা

অধীর গড়ে ফের তৃণমূলের থাবা। এবার বেলডাঙা পুরসভাও হাতছাড়া হল কংগ্রেসের। তৃণমূলে যোগ দিলেন পুর চেয়ারম্যান ভরত ঝাওয়ারসহ মোট সাত জন। তাঁদের মধ্যে ছ'জন কংগ্রেস কাউন্সিলর, একজন আরএসপির।

Updated By: Aug 10, 2016, 05:43 PM IST
অধীর গড়ে ফের ভাঙন, হাতছাড়া বেলডাঙা পুরসভা

ওয়েব ডেস্ক : অধীর গড়ে ফের তৃণমূলের থাবা। এবার বেলডাঙা পুরসভাও হাতছাড়া হল কংগ্রেসের। তৃণমূলে যোগ দিলেন পুর চেয়ারম্যান ভরত ঝাওয়ারসহ মোট সাত জন। তাঁদের মধ্যে ছ'জন কংগ্রেস কাউন্সিলর, একজন আরএসপির।

আরও পড়ুন- অধীর গড়ে কংগ্রেসের বেলডাঙা পুরসভাও এবার আসতে পারে তৃণমূলের ঝুলিতে

বেলডাঙা পুরসভায় মোট কাউন্সিলরের সংখ্যা ১৪। সাতজন শাসকদলে যোগ দেওয়ায় উল্টোদিকে রয়ে গেলেন কংগ্রেসের ২ জন, বামেদের দু'জন ও বিজেপির তিনজন। আগেই মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা হাতছাড়া হয়েছে কংগ্রেসের। আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাতজন কাউন্সিলর কংগ্রেস ছেড়ে তাঁদের দলে যোগ দেওয়ায় বেলডাঙা পুরসভা দখল নিল তৃণমূল। একইসঙ্গে তাঁর দাবি, আগামি দিনে মালদা ও মুর্শিদাবাদে কংগ্রেস বলে কিছু থাকবে না। কংগ্রেস পরিচালিত সব পুরসভাই চলে আসবে তৃণমূলের দখলে।

.