মুর্শিদাবাদের ইসলামপুর থানার সীমান্ত এলাকা থেকে ধৃত দুই মণিপুরের যুবক
মুর্শিদাবাদের ইসলামপুর থানার সীমান্ত এলাকা থেকে ধৃত দুই মণিপুরের যুবক। গাঁজা পাচার করার সময় জেলা পুলিসের জালে ধরা পড়ে আতাউর রহমান ও সিরাজুল ইসলাম। জানা গেছে ধৃত দুজনের বাড়িই মণিপুরের থউবেল জেলায়। গত আটাশ তারিখ এদের গ্রেফতার করা হয়। তদন্তে জানা গেছে মণিপুরের একটি জঙ্গি সংগঠন কেওয়াইকেএল জঙ্গি সংগঠমের সঙ্গে এদের যোগ আছে।
ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের ইসলামপুর থানার সীমান্ত এলাকা থেকে ধৃত দুই মণিপুরের যুবক। গাঁজা পাচার করার সময় জেলা পুলিসের জালে ধরা পড়ে আতাউর রহমান ও সিরাজুল ইসলাম। জানা গেছে ধৃত দুজনের বাড়িই মণিপুরের থউবেল জেলায়। গত আটাশ তারিখ এদের গ্রেফতার করা হয়। তদন্তে জানা গেছে মণিপুরের একটি জঙ্গি সংগঠন কেওয়াইকেএল জঙ্গি সংগঠমের সঙ্গে এদের যোগ আছে।
আরও পড়ুন গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা মালদহের বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক
কেন মুর্শিদাবাদে এরা এসেছি, তাজমুলের সঙ্গে এদের কীভাবে যোগাযোগ হল তা খতিয়ে দেখতে তদন্তভার নিচ্ছে সিআইডি। ঘটনার পর থেকেই পলাতক ধৃত দুই মণিপুরি যুবককে আশ্রয় দেওয়া তাজমুল।
আরও পড়ুন দলে বিরোধ মেটাতে এবার নতুন উদ্যোগ মমতার