আজ, কাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানুন
বসন্তেও শীত-শীত আমেজ মন্দ কি! মৃদুমন্দ ঠাণ্ডা হাওয়ার দাপটে, গরম ক্লিন বোল্ড। কে বলবে, সময়টা মার্চের মাঝামাঝি? তবে এই সুখ আর বেশিদিনের না। পরিষ্কার হচ্ছে আকাশ। বৃষ্টির সম্ভাবনায় আপাতত জল। এর জেরে আজ থেকেই কেটে যাবে শীতের আমেজও। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
ওয়েব ডেস্ক: বসন্তেও শীত-শীত আমেজ মন্দ কি! মৃদুমন্দ ঠাণ্ডা হাওয়ার দাপটে, গরম ক্লিন বোল্ড। কে বলবে, সময়টা মার্চের মাঝামাঝি? তবে এই সুখ আর বেশিদিনের না। পরিষ্কার হচ্ছে আকাশ। বৃষ্টির সম্ভাবনায় আপাতত জল। এর জেরে আজ থেকেই কেটে যাবে শীতের আমেজও। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আরও পড়ুন শ্রীনু নাইডু খুনের মামলায় অভিযুক্ত শঙ্কর রাওকে জেরা করে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র
আজ সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা চার ডিগ্রি কম। তবে নিম্নচাপ অক্ষরেখা সরে যাওয়ায়, এবার বাড়তে শুরু করবে তাপমাত্রা। মন ভালো করা এই আবহাওয়া দূরে যাবে মিলিয়ে। তৈরি হতে প্যাচপ্যাচে গরমের জন্য।
আরও পড়ুন নারদা কাণ্ডের পর এবার পুলিসকর্মীর আত্মহত্যাতেও জড়াল আইপিএস মির্জার নাম