মৃত্যু ঘিরে প্রশ্ন
বিদ্রোহী সেনাদের হাতে ধরা পড়ার পরেও কীভাবে মৃত্যু হল মুয়াম্মর গদ্দাফির? এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কী মানা হয়নি? ইতিমধ্যেই এ নিয়ে অস্বস্তিতে ন্যাটো কর্তারা।
বিদ্রোহী সেনাদের হাতে ধরা পড়ার পরেও কীভাবে মৃত্যু হল মুয়াম্মর গদ্দাফির? এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কী মানা হয়নি? ইতিমধ্যেই এ নিয়ে অস্বস্তিতে ন্যাটো কর্তারা। জেনেভা কনভেনশনে স্পষ্ট বলা আছে, সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ার পর কাউকে যদি গ্রেফতার করা হয়, তাহলে বিশেষ আদালতে তার বিচার করতে হবে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে বন্দি করা হয়েছে গদ্দাফিকে।
তারপরেও তাঁর মৃত্যু হল কীভাবে?
তাহলে কী আন্তর্জাতিক রীতি ভেঙে কারোর নির্দেশে হত্যা করা হয়েছে গদ্দাফিকে?
এর আগে পূর্ব ইউরোপের পতনের পর মিলোসেভিচ, সাদ্দামের বিচার নিয়েও অস্বস্তিকর প্রশ্ন উঠেছিল। ন্যাটোভুক্ত যেসব দেশ আইনের শাসনের গর্ব করে, তাদের ক্ষেত্রেই আন্তর্জাতিক আইন ভাঙার অভিযোগ উঠেছে একাধিকবার। গদ্দাফির মৃত্যুও নতুন করে সেই প্রশ্ন তুলে দিল। আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরোধিতা করে যারা দেশে দেশে গণতন্ত্র কায়েমের দাবি করছে, তাদের বিরুদ্ধেই যদি জেনেভা সম্মেলনের মত আন্তর্জাতিক আইন ভাঙার অভিযোগ ওঠে, তাহলে তার চেয়ে অস্বস্তিকর আর কিছু হতে পারে কি?
সুচিক্কণ দাস