প্রকাশিত হয়েছে NTA UGC NET-এর ফলাফল, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট

পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ntanet.nic.in বা nta.ac.in-এ রেজাল্ট দেখতে পাবেন।

Updated By: Jul 13, 2019, 10:49 AM IST
প্রকাশিত হয়েছে NTA UGC NET-এর ফলাফল, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট

নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল NTA (The National Testing Agency)  UGC NET পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ntanet.nic.in বা nta.ac.in-এ রেজাল্ট দেখতে পাবেন।

আরও পড়ুন: সুখবর! ইন্টারভিউয়ের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীদের চাকরি দেবে কলকাতা পুলিস

পরিক্ষার্থীরা দুটি তালিকা দেখতে পাবেন। একটি তালিকায় রয়েছে সহকারী শিক্ষকের পদের জন্য যাঁরা উত্তির্ণ হয়েছেন তাঁদের নাম। অন্যটিতে রয়েছে যাঁরা JRF পদের জন্য আবেদন করতে পারবেন  তাঁদের নাম। উল্লেখ্য, মোট ৫৫৭০১ জন পরীক্ষার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য উত্তির্ণ হয়েছেন। যাঁরা JRF ফোলোশিপ পদের জন্য আবেদনের যোগ্য তাঁরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদেও আবেদন করতে পারবেন। তবে যাঁরা কেবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য উত্তির্ণ হয়েছেন তাঁরা  JRF ফোলোশিপ পদে আবেদন করতে পারবেন না। 

জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট

বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট  ntanet.nic.in 
হোম পেজে ‘NET June 2019 Result’ লেখা অপশনটির ওপর ক্লিক করুন
পরীক্ষার্থীর বিস্তারিত বিবরণ দিন
পিডিএফ ফর্ম্যাটে NTA NET 2019 Result পাবেন। ডাউনলোড করুন এবং সেভ করে রাখুন।

চাকরি ও শিক্ষা সম্পর্কিত আরও খবর জানতে ক্লিক করুন এখানে

পরীক্ষার্থীরা তাঁদের নম্বরও দেখতে পাবেন। নম্বর দেখতে ‘latest announcements’-এর নিচে দেওয়া রেজাল্টের লিঙ্কের ওপর ক্লিক করুন।

.