সপ্তাহান্তে ১১ পদ নিয়ে হাজির বক্সঅফিস

পুনম পাণ্ডের সেক্স থ্রিলার নশা থেকে পেটে হাসির খিল ধরানো বাজাতে রহো। এই সপ্তাহান্তে আপনার জন্য অপেক্ষা করছে সবকিছুই। শুধু পছন্দ মন পাতে তুলে নেওয়ার অপেক্ষা। কোনও বড় বাজেটের ছবি নয়, এই শুক্রবার বক্সঅফিসে মুক্তি পেতে চলেছে স্বল্প বাজেটের ১১টি ছবি।

Updated By: Jul 25, 2013, 09:48 PM IST

পুনম পাণ্ডের সেক্স থ্রিলার নশা থেকে পেটে হাসির খিল ধরানো বাজাতে রহো। এই সপ্তাহান্তে আপনার জন্য অপেক্ষা করছে সবকিছুই। শুধু পছন্দ মন পাতে তুলে নেওয়ার অপেক্ষা। কোনও বড় বাজেটের ছবি নয়, এই শুক্রবার বক্সঅফিসে মুক্তি পেতে চলেছে স্বল্প বাজেটের ১১টি ছবি।
বক্সঅফিসের ১১ পদে রয়েছে
১) সেক্স-এর মধ্যেই আলোড়ন তুলেছে পুনম পাণ্ডে অভিনীত অমিত সাক্সেনা পরিচালিত নশার পোস্টার।
২) কমেডি- মুক্তি পাচ্ছে সুশান্ত শাহ পরিচালিত কমেডি বাজাতে রহো। ছবিতে রয়েছেন তুষার কপূর, ডলি আলহুয়ালিয়া, বিনয় পাঠক ও রনীর শোরে।
৩) ট্র্যাজেডি-তালিকায় রয়েছে মনীশ তিওয়ারি পরিচালিত আইজ্যাক। শেক্সপিয়রের ট্রাজেডি রোমিও অ্যান্ড জুলিয়েটের ওপর নির্ভর করে তৈরি ছবির শুটিং হয়েছে বেনারসে।
৪) রোম্যান্স- লভ ইউ সোনিয়ে ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন রোতি অগ্নিহোত্রির ছেলে তনুজ। বিপরীতে রয়েছেন নবাগতা নেহা হিঞ্জে।
৫) ক্রাইম বা অপরাধ- উত্তর প্রদেশ, বিহারের অপরাধী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্পো নিয়ে ছবি এক বুড়া আদমি। পরিচালনা করেছেন ইশরাক শাহ। ছবিতে রয়েছেন অরুণোদয় সিং, কিটু গিদওয়ানি।
৬) মশালা- জেনর জোস পরিচালিত উপস আ দেশি। ছবিতে রয়েছেন বুয়ালি শাহ, আদনন খালিদ, প্রগতি ইয়াধতি ও জিডন স্যামসন।
৭) বায়োপিক- নবাগত পরিচালক প্রভিন দামলে নিয়ে আসছেন বায়োপিক আ জার্নি অফ সাম্যক বুঢডা।
৮) হলিউডি- হিউ জ্যাকমান অভিনীত এক্স মেন সিরিজের দ্য উলভরিন।
৯) অ্যানিমেশন- ডিজনি ইউটিভির প্লেনস। ছবিতে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ভয়েস।
১০) রম কম- সানি দেওল, কঙ্গনা রওনত অভিনীত আই লভ নিউ ইয়ার।
১১) মিষ্টিমুখ- উত্সব মুখার্জি পরিচালিত হাফ সিরিয়াস ছবিতে রয়েছেন রূপা গাঙ্গুলি, সাহেব চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী।

.