সুশান্ত ও টিকটক তারকা সিয়ার মৃত্যুর শোকে আত্মঘাতী ১৭ বছরের কিশোরী!

বাড়ির লোকজনের দাবি, সুশান্ত ও টিকটক তারকা সিয়া কক্করের আত্মহত্যার খবরে ওই ছাত্রী শোকাহত হয়ে পড়ে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 11, 2020, 04:19 PM IST
সুশান্ত ও টিকটক তারকা সিয়ার মৃত্যুর শোকে আত্মঘাতী ১৭ বছরের কিশোরী!

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুতে শোকাহত তাঁর বহু ভক্ত। প্রিয় তারকার মৃত্যু শোক ভুলতে না পেরে সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন সুশান্ত ভক্তের আত্মহত্যার খবর মিলেছে। এবার মিলল দেরাদুনের বাসিন্দা ১৭ বছরের এক কিশোরীর আত্মহত্যার খবর। প্রাথমিক ভাবে, তাঁর বাড়ির লোকজনের দাবি, সুশান্ত ও টিকটক তারকা সিয়া কক্করের আত্মহত্যার খবরে ওই ছাত্রী শোকাহত হয়ে পড়ে। আর সে কারণেই এমন পদক্ষেপ।

শুক্রবার দেরাদুনে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। পুলিসের তরফে অবশ্য শনিবার এই খবর জানানো হয়। জানা যাচ্ছে, এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ওই ছাত্রী। দেরাদুনের বাড়িতে ওই ছাত্রী বাবা-মা ও দাদার সঙ্গে থাকতো। ছাত্রীর বাবা-মা জানিয়েছে, তাঁদের মেয়ে প্রায়ই সুশান্ত ও টিকটক তারকা সিয়ার আত্মহত্যার কথা আলোচনা করত। বাবার কথায়, গত ১০-১২ দিন ধরে ও একটু বেশিই সুশান্ত ও সিয়ার কথা বলছিল। তিনি মেয়েকে বলেন, এসব নিয়ে যেন বেশি চিন্তা না করে। তবে কখনও ভাবেননি ও এমন পদক্ষেপ করবে। ওর মৃত্যুর আর কোনও কারণ থাকতে পারে বলে তাঁদের মনে হয় না, বলে জানিয়েছেন ছাত্রীর বাবা-মা।

আরও পড়ুন-''সুশান্তের মৃত্যুতে শাহরুখ, সলমন, আমির খানরা চুপ কেন?'' প্রশ্ন তুললেন সুব্রহ্মণ্যম স্বামী

ওই ছাত্রীর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ময়নাতদন্তের রিপোর্টেও শ্বাসরোধ হয়ে মৃত্যুর বিষয় স্পষ্ট বলে জানিয়েছে পুলিস।

.