লকডাউনের মধ্যেই বাগদান সেরে ফেললেন রানা দাগ্গুবতি, দেখুন

রানা এবং মিহিকার সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই হু হু করে তা ভাইরাল হয়ে যায়।

Edited By: জয়িতা বসু | Updated By: May 13, 2020, 01:34 PM IST
লকডাউনের মধ্যেই বাগদান সেরে ফেললেন রানা দাগ্গুবতি, দেখুন

নিজস্ব প্রতিবেদন: ​শেষ পর্যন্ত বাগদান পর্ব সেরেই ফেললেন রানা দাগ্গুবতি। লকডাউনের মধ্যেই বান্ধবী মিহিকা বাজাজের সঙ্গে আংটি বদল সেরে পেলেন বাহুবলির বল্লালদেব। রানা এবং মিহিকার সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই হু হু করে তা ভাইরাল হয়ে যায়।

দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার বান্ধবী মিহিকা বাজাজের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন রানা দাগ্গুবতি। মিহিকার বউদি শাশা রওয়াল বাজাজ সেই ছবি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন। এরপরই রানার ফ্যান ক্লাবের তরপেও বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়। যেখানে রানা এবং মিহিকাকে একসঙ্গে বসে থাকতে দেখা যায়।

হায়দরাবাদের ব্যবসায়ী পরিবারের মেয়ে মিহিকা বাজাজ। বর্তমানে নিজের একটি ব্যবসাও রয়েছে মিহিকার। বেশ কয়েকদিন ধরেই রানার সঙ্গে মিহিকার বাগদান নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত লকডাউনের মধ্যেই জনপ্রিয় অভিনেতার সঙ্গে আংটি বদল সেরে ফেলেন মিহিকা।

.