প্রয়াত এ কে হাঙ্গল

প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা এ কে হাঙ্গল। মুম্বইয়ের সান্তুক্রুজের একটি হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন দুপুরে মুম্বইয়ের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্ত সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

Updated By: Aug 26, 2012, 11:18 AM IST

প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা এ কে হাঙ্গল। মুম্বইয়ের সান্তুক্রুজের একটি হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন দুপুরে মুম্বইয়ের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্ত সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

গত সপ্তাহে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। ১৬ তারিখ সান্তাক্রুজের পারেখ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাখা হয়েছিল লাইফ সাপোর্ট সিস্টেমে। রবিবার সকালে মৃত্যু হয় হাঙ্গলের। ২৪ তারিখ প্রয়াত অভিনেতার ছেলে বিজয় হাঙ্গল জানিয়েছিলেন, বাড়িতে বাথরুম যাওয়ার সময় হাঙ্গল পড়ে গিয়ে গুরুতর চোট পান। চিকিতসকরা জানিয়েছিলেন `হিপ ফ্র্যাকচার` হয়েছে তাঁর। ডাক্তারি পরীক্ষার পর তাঁর অন্যান্য জটিলতাও ধরা পড়ে। তাই কোনওরকম অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চাননি হাঙ্গলের চিকিতসকরা।
শোলে, নমক হারাম, আইনা, বাওর্চি সহ আড়াইশোরও বেশি ছায়াছবিতে অভিনয় করেছেন তিনি। মধুবালা নামে ছোটপর্দায় একটি ধারাবাহিকেও সম্প্রতি অভিনয় করেছেন হাঙ্গাল। অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন পদ্মভূষণ। তাঁর প্রয়াণে গভীর শূন্যতা সৃষ্টি হল চলচ্চিত্র জগতে।

.