পিকে ছবির নিজের নগ্ন পোস্টার টুইট করলেন আমির

Updated By: Aug 1, 2014, 11:42 AM IST
পিকে ছবির নিজের নগ্ন পোস্টার টুইট করলেন আমির

অবশেষে আমিরের আগামী ছবির পিকের প্রথম পোস্টার প্রকাশ পেল। আর প্রথম পোস্টারেই চমকে দিলেন মিস্টার পারফেকশনিস্ট। টুইটারে নিজের নগ্ন পোস্টার করলেন আমির।

নিজের ছবির প্রচারের জন্য বরাবরই নতুন নতুন পন্থা নিয়েছেন আমির। এবারও তার ব্যতিক্রম হল না। রাজকুমার হিরানির আগামী ছবির প্রথম পোস্টারে আমিরকে দেখা যাচ্ছে শুধু একটি রেডিও দিয়ে ঢেকে রাখতে। পোস্টার পোস্ট করে আমির টুইট করেছেন, কী ভাবছেন আপনানা? তাড়াতাড়ি বলুন...তর সইছে না আমার!!!

পড়ুন আমিরের টুইট,

What do you think guys? Tell me fast... butterflies in my stomach!!! pic.twitter.com/7391fCreHU

— Aamir Khan (@aamir_khan) July 31, 2014

আমিরের সঙ্গে ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, অনুষ্কা শর্মা ও সুশান্ত সিং রাজপুত। আগামী ১৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পিকে।

.