COVID-19 পরিস্থিতির অবনতি? নানাবতী হাসপাতালে ভর্তি আরাধ্যা ও ঐশ্বর্য

এই মাত্র পাওয়া খবর অনুসারে তাঁদেরও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 

Updated By: Jul 17, 2020, 10:30 PM IST
COVID-19 পরিস্থিতির অবনতি? নানাবতী হাসপাতালে ভর্তি আরাধ্যা ও ঐশ্বর্য

নিজস্ব প্রতিবেদন: ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যা বচ্চনকেও ভর্তি করা হল নানাবতী হাসপাতালে। COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তাঁরা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবে এই মাত্র পাওয়া খবর অনুসারে তাঁদেরও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 

প্রসঙ্গত, গত ১২ জুলাই ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। অভিষেক বচ্চন টুইট করে জানান, যে তাঁর স্ত্রী ও মেয়ের চিকিৎসা বাড়ি থেকেই হবে। তবে আপাতত চিকিৎসকদের নির্দেশ মতো তাঁকে ও তাঁর বাবা অমিতাভ বচ্চনকে হাসপাতালেই থাকতে হচ্ছে।

হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদন অনুসারে ঐশ্বর্য ও আরাধ্যাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থার অবনতি হওয়ার কারণেই কি এই সিদ্ধান্ত? এই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। এমনকি এখনও বচ্চন পরিবারের তরফেও কিছু জানানো হয়নি। 

.